Daily Update MCQ 13 October 2024

Daily Update MCQ 13 October 2024

প্রশ্ন: বিশ্বব্যাংক এর মতে, বাংলাদেশে নারীর কর্মসংস্থান বাড়লে অর্থনীতি কত শতাংশ বাড়বে?

  • ক) ২০%
  • খ) ২৯%
  • গ) ৩৫%
  • ঘ) ২৫%

উত্তর: ২৯%

প্রশ্ন: সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা হয়েছে কোথায়?

  • ক) সিরিয়া
  • খ) লেবানন
  • গ) সুদান
  • ঘ) ইরাক

উত্তর: লেবানন

প্রশ্ন: বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিবের নাম কী?

  • ক) মাসুদ বিন মোমেন
  • খ) শহীদুল হক
  • গ) জসিম উদ্দিন
  • ঘ) আবুল কালাম আজাদ

উত্তর: জসিম উদ্দিন

প্রশ্ন: ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আচরণের কারণে সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে?

  • ক) কিউবা
  • খ) নিকারাগুয়া
  • গ) ভেনেজুয়েলা
  • ঘ) বলিভিয়া

উত্তর: নিকারাগুয়া

প্রশ্ন: সম্প্রতি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ২৯৭ রানের রেকর্ড গড়েছে কোন দেশ?

  • ক) পাকিস্তান
  • খ) অস্ট্রেলিয়া
  • গ) ভারত
  • ঘ) নিউজিল্যান্ড

উত্তর: ভারত

প্রশ্ন: ১১তম বিপিএলের ড্রাফটে কতজন বিদেশি ক্রিকেটারের নাম উঠেছে?

  • ক) ৩২০ জন
  • খ) ৪০০ জন
  • গ) ৩৮০ জন
  • ঘ) ৪৪০ জন

উত্তর: ৪৪০ জন

প্রশ্ন: বর্তমানে বিশ্বের দীর্ঘতম সেতু কোনটি?

  • ক) গঙ্গা ব্রিজ
  • খ) দানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ
  • গ) সেতু সানফ্রান্সিসকো
  • ঘ) প্যাডমা সেতু

উত্তর: দানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ

প্রশ্ন: ‘মাতারবাড়ী বন্দর উন্নয়ন’ প্রকল্প সমাপ্ত হওয়ার সম্ভাব্য সময় কখন?

  • ক) ডিসেম্বর, ২০২৮
  • খ) ডিসেম্বর, ২০২৯
  • গ) ডিসেম্বর, ২০৩০
  • ঘ) ডিসেম্বর, ২০২৭

উত্তর: ডিসেম্বর, ২০২৯ সাল

প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক কবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?

  • ক) ১৩ অক্টোবর, ২০০৫
  • খ) ১৩ অক্টোবর, ২০০৬
  • গ) ১৩ অক্টোবর, ২০০৭
  • ঘ) ১৩ অক্টোবর, ২০০৮

উত্তর: ১৩ অক্টোবর, ২০০৬

প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতার কবি কে?

  • ক) কাজী নজরুল ইসলাম
  • খ) গোলাম মোস্তফা
  • গ) সুকান্ত ভট্টাচার্য
  • ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: গোলাম মোস্তফা

প্রশ্ন: তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র কবে মৃত্যুবরণ করেন?

  • ক) ১৩ অক্টোবর, ১৯৯৯
  • খ) ১৩ অক্টোবর, ২০০১
  • গ) ১৩ অক্টোবর, ২০০২
  • ঘ) ১৩ অক্টোবর, ২০০৩

উত্তর: ১৩ অক্টোবর, ২০০২

প্রশ্ন: বিশ্বে পামওয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ?

  • ক) ইন্দোনেশিয়া
  • খ) মালয়েশিয়া
  • গ) থাইল্যান্ড
  • ঘ) ফিলিপাইন

উত্তর: মালয়েশিয়া

প্রশ্ন: বৈশ্বিক জিডিপিতে পর্যটন খাতের অবদান কত?

  • ক) ৮.৫%
  • খ) ৯.১%
  • গ) ১০%
  • ঘ) ৭%

উত্তর: ৯.১%

প্রশ্ন: ২০২৩ সালে পর্যটন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে কোন দেশ?

  • ক) চীন
  • খ) ফ্রান্স
  • গ) স্পেন
  • ঘ) যুক্তরাষ্ট্র

উত্তর: যুক্তরাষ্ট্র (২.৩৫ ট্রিলিয়ন ডলার)

প্রশ্ন: আন্তর্জাতিক টি-২০ তে এক ইনিংসে সর্বোচ্চ রান কত?

  • ক) ২৯০
  • খ) ৩১০
  • গ) ৩১৪
  • ঘ) ৩০৫

উত্তর: ৩১৪ (মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের)

প্রশ্ন: গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতি দেয়া হয় কবে থেকে?

  • ক) ১৯৮২
  • খ) ১৯৮৩
  • গ) ১৯৮৫
  • ঘ) ১৯৯০

উত্তর: ১৯৮৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই

প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত গ্লোবাল লিডারশিপ সামিটে বাংলাদেশ থেকে কে অংশগ্রহণ করবেন?

  • ক) শাহরিয়ার কবির
  • খ) আকরাম হুসাইন
  • গ) জাকির হোসেন
  • ঘ) মুশফিকুর রহমান

উত্তর: আকরাম হুসাইন

প্রশ্ন: হজের প্রাথমিক নিবন্ধনের শেষ দিন কবে?

  • ক) ২১ অক্টোবর
  • খ) ২২ অক্টোবর
  • গ) ২৩ অক্টোবর
  • ঘ) ২৪ অক্টোবর

উত্তর: ২৩ অক্টোবর

প্রশ্ন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক) ১০ অক্টোবর, ২০০৮
  • খ) ১১ অক্টোবর, ২০০৮
  • গ) ১২ অক্টোবর, ২০০৮
  • ঘ) ১৩ অক্টোবর, ২০০৮

উত্তর: ১২ অক্টোবর, ২০০৮

প্রশ্ন: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২৩তম বৈঠক কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক) ১৫ ও ১৬ অক্টোবর, ইসলামাবাদ
  • খ) ১৬ ও ১৭ অক্টোবর, মস্কো
  • গ) ১৫ ও ১৬ অক্টোবর, বেইজিং
  • ঘ) ১৬ ও ১৭ অক্টোবর, ইসলামাবাদ

উত্তর: ১৫ ও ১৬ অক্টোবর, ইসলামাবাদ, পাকিস্তান

প্রশ্ন: সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে?

  • ক) আমাজন
  • খ) সাহারা মরুভূমি
  • গ) গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ
  • ঘ) আটাকামা মরুভূমি

উত্তর: সাহারা মরুভূমিতে

প্রশ্ন: সাহারা মরুভূমি কত বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত?

  • ক) ৮০ লাখ বর্গকিলোমিটার
  • খ) ৯০ লাখ বর্গকিলোমিটার
  • গ) ১০০ লাখ বর্গকিলোমিটার
  • ঘ) ৭০ লাখ বর্গকিলোমিটার

উত্তর: ৯০ লাখ বর্গকিলোমিটার (উত্তর, মধ্য ও পশ্চিম আফ্রিকায়)

প্রশ্ন: ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ কবে পালিত হয়?

  • ক) ১০ অক্টোবর
  • খ) ১১ অক্টোবর
  • গ) ১২ অক্টোবর
  • ঘ) ১৩ অক্টোবর

উত্তর: ১৩ অক্টোবর

প্রশ্ন: কোন সম্মেলনে বৃহৎ পাঁচটি শক্তিশালী দেশকে ভেটো ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়?

  • ক) তেহরান সম্মেলন
  • খ) ইয়াল্টা সম্মেলন
  • গ) পটসডাম সম্মেলন
  • ঘ) ব্রেটন উডস সম্মেলন

উত্তর: ইয়াল্টা সম্মেলন

প্রশ্ন: কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়?

  • ক) মিশর
  • খ) তিউনিসিয়া
  • গ) লিবিয়া
  • ঘ) সিরিয়া

উত্তর: তিউনিসিয়া

প্রশ্ন: পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?

  • ক) সুন্দরবন
  • খ) আমাজন
  • গ) দেল্টা ম্যানগ্রোভ
  • ঘ) কঙ্গো বেসিন

উত্তর: সুন্দরবন

প্রশ্ন: সিটি করপোরেশনের প্রধানকে কী বলা হয়?

  • ক) কাউন্সিলর
  • খ) চেয়ারম্যান
  • গ) কমিশনার
  • ঘ) মেয়র

উত্তর: মেয়র

প্রশ্ন: ‘পিনাটুবো’ কী?

  • ক) একটি আগ্নেয় পর্বত
  • খ) একটি দ্বীপ
  • গ) একটি মহাসাগর
  • ঘ) একটি নদী

উত্তর: একটি আগ্নেয় পর্বত

প্রশ্ন: আইবুক কোন কোম্পানির তৈরি?

  • ক) অ্যাপল
  • খ) ওপেন কম্পিউটার্স
  • গ) ডেল
  • ঘ) স্যামসাং

উত্তর: ওপেন কম্পিউটার্স

Share:

Leave a Comment

error: Content is protected !!