Daily Update MCQ 14 October 2024

Daily Update MCQ 14 October 2024

1. ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’ এর পরিবর্তিত নাম কী?

  • a) ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অথরিটি
  • b) ব্যাংকিং রেগুলেটরি অথরিটি
  • c) মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি
  • d) ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি

উত্তর: মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি

2. ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

  • a) চীন
  • b) ভারত
  • c) যুক্তরাষ্ট্র
  • d) ইন্দোনেশিয়া

উত্তর: ভারত

3. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার গ্যাপ প্রতিবেদন-২০২৪ অনুযায়ী, জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশের নাম কী?

  • a) ভারত
  • b) শ্রীলঙ্কা
  • c) বাংলাদেশ
  • d) পাকিস্তান

উত্তর: বাংলাদেশ

4. বিশ্বব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সভা কখন অনুষ্ঠিত হবে?

  • a) ১০ থেকে ১৫ অক্টোবর
  • b) ১৬ থেকে ২১ অক্টোবর
  • c) ২২ থেকে ২৭ অক্টোবর
  • d) ১ থেকে ৬ নভেম্বর

উত্তর: ১৬ থেকে ২১ অক্টোবর, ওয়াশিংটনে

5. বিশ্বব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সভায় বাংলাদেশ কতটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে অংশ নেবে?

  • a) ১টি
  • b) ২টি
  • c) ৩টি
  • d) ৪টি

উত্তর: ৩টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে

6. বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে কোথা থেকে?

  • a) সৌদি আরব
  • b) যুক্তরাজ্য
  • c) মালয়েশিয়া
  • d) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে

7. গত ১৭ দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে কত টন ইলিশ রপ্তানি হয়েছে?

  • a) ৫০০ টন
  • b) ৫৩৩ টন
  • c) ৫৫০ টন
  • d) ৬০০ টন

উত্তর: ৫৩৩ টন ইলিশ

8. রতন টাটা কে ছিলেন?

  • a) একজন প্রখ্যাত রাজনীতিবিদ
  • b) একজন প্রখ্যাত শিল্প উদ্যোক্তা
  • c) একজন প্রখ্যাত চিকিৎসক
  • d) একজন প্রখ্যাত শিক্ষাবিদ

উত্তর: একজন প্রখ্যাত শিল্প উদ্যোক্তা

9. লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম কী?

  • a) UNMISS
  • b) UNIFIL
  • c) UNFICYP
  • d) MONUSCO

উত্তর: ইউএনআইএফআইএল

10. বিশ্ব মান দিবস কবে পালিত হয়?

  • a) ১২ অক্টোবর
  • b) ১৩ অক্টোবর
  • c) ১৪ অক্টোবর
  • d) ১৫ অক্টোবর

উত্তর: প্রতিবছর ১৪ অক্টোবর

11. দেশের নারীর কর্মসংস্থান আরো বাড়ালে পণ্য, সেবা ও কৃষি খাতে উৎপাদন কী পরিমাণ বৃদ্ধি পাবে?

  • a) ২০ শতাংশ
  • b) ২৫ শতাংশ
  • c) ২৯ শতাংশ
  • d) ৩০ শতাংশ

উত্তর: ২৯ শতাংশ। (সূত্র: বিশ্বব্যাংক)

12. বর্তমানে বাংলাদেশের BSTI-এর অনুমোদিত মোট পণ্যের সংখ্যা কতটি?

  • a) ২৮৩টি
  • b) ২৯৯টি
  • c) ৩১৫টি
  • d) ৩২৫টি

উত্তর: ২৯৯টি। (নতুন করে আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে)

13. সর্বপ্রথম তিস্তার পানিবণ্টন চুক্তি হয় কত সালে?

  • a) ১৯৭৫ সালে
  • b) ১৯৮৩ সালে
  • c) ১৯৯৬ সালে
  • d) ২০০২ সালে

উত্তর: ১৯৮৩ সালে

14. রাজউকের প্রস্তাবিত নতুন পরিকল্পিত অঞ্চল ড্যাপের মোট আয়তন কত?

  • a) ১,২০০ বর্গকিলোমিটার
  • b) ১,৪০০ বর্গকিলোমিটার
  • c) ১,৫২৮ বর্গকিলোমিটার
  • d) ১,৬০০ বর্গকিলোমিটার

উত্তর: ১,৫২৮ বর্গকিলোমিটার

15. বর্তমানে দেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মোট গ্রাহক ও সদস্য সংখ্যা কত?

  • a) ৩ কোটি ২০ লাখ
  • b) ৪ কোটি ১৯ লাখ
  • c) ৫ কোটি ১০ লাখ
  • d) ৬ কোটি

উত্তর: ৪ কোটি ১৯ লাখ

16. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার গ্যাপ প্রতিবেদন-২০২৪ অনুযায়ী, জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশের নাম কী?

  • a) ভারত
  • b) শ্রীলঙ্কা
  • c) বাংলাদেশ
  • d) পাকিস্তান

উত্তর: বাংলাদেশ

17. ‘লিয়াওনিং’ কীসের নাম?

  • a) একটি চীনা যুদ্ধবিমান
  • b) একটি রুশ সাবমেরিন
  • c) চীনের নির্মিত বিমানবাহী রণতরি
  • d) একটি মহাকাশ যান

উত্তর: চীনের নির্মিত বিমানবাহী রণতরি

18. ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কয় জন ব্যক্তি?

  • a) ২ জন
  • b) ৩ জন
  • c) ৪ জন
  • d) ৫ জন

উত্তর: ৩ জন

19. নগদ বাজার মূলধনের (মার্কেট ক্যাপিটাল) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি কোনটি?

  • a) মাইক্রোসফট
  • b) অ্যামাজন
  • c) অ্যাপল
  • d) গুগল

উত্তর: অ্যাপল

20. ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

  • a) চীন
  • b) ভারত
  • c) যুক্তরাষ্ট্র
  • d) ইন্দোনেশিয়া

উত্তর: ভারত

21. ‘বিশ্ব মান দিবস’ কবে পালিত হয়?

  • a) ১২ অক্টোবর
  • b) ১৩ অক্টোবর
  • c) ১৪ অক্টোবর
  • d) ১৫ অক্টোবর

উত্তর: ১৪ অক্টোবর

22. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে?

  • a) সুরেশ চন্দ্র
  • b) গোলাম মর্তুজা মজুমদার
  • c) মকবুল হোসেন
  • d) ফজলুল হক

উত্তর: গোলাম মর্তুজা মজুমদার

23. সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে?

  • a) ড. কামাল হোসেন
  • b) ড. আনিসুজ্জামান
  • c) অধ্যাপক আলী রীয়াজ
  • d) ড. জাফর ইকবাল

উত্তর: অধ্যাপক আলী রীয়াজ

24. ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’ এর পরিবর্তিত নাম কী?

  • a) ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অথরিটি
  • b) ব্যাংকিং রেগুলেটরি অথরিটি
  • c) মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি
  • d) ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি

উত্তর: মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি

25. ১১তম বিপিএল আসরে মোট কয়টি দল অংশগ্রহণ করবে?

  • a) ৬টি
  • b) ৭টি
  • c) ৮টি
  • d) ৯টি

উত্তর: ৭টি

Share:

Leave a Comment

error: Content is protected !!