Daily Update MCQ 16 October 2024
Daily Update MCQ 16 October 2024
1. লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ কবে সম্পন্ন হয়?
- ক. ১৯০৫ সালের ১৬ অক্টোবর
- খ. ১৯০৬ সালের ১৫ অক্টোবর
- গ. ১৯০৭ সালের ১৬ অক্টোবর
- ঘ. ১৯০৮ সালের ১৭ অক্টোবর
সঠিক উত্তর: ক. ১৯০৫ সালের ১৬ অক্টোবর
2. ‘বাতাসের লাশের গন্ধ’ কবিতার রচয়িতা কে?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. হুমায়ুন আজাদ
সঠিক উত্তর: গ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
3. বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?
- ক. ৭ জুন
- খ. ১৬ অক্টোবর
- গ. ১৫ আগস্ট
- ঘ. ২৭ মার্চ
সঠিক উত্তর: খ. ১৬ অক্টোবর
4. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অন্তর্বর্তীকালীন কোচের নাম কী?
- ক. চন্ডিকা হাথুরুসিংহে
- খ. রাসেল ডমিঙ্গো
- গ. ফিল সিমন্স
- ঘ. জেমি সিডন্স
সঠিক উত্তর: গ. ফিল সিমন্স
5. ডি-৮ এর বর্তমান মহাসচিবের নাম কী?
- ক. আলী মেহমুদ
- খ. আশরাফুল হক চৌধুরী
- গ. ইসমাইল হানিয়া
- ঘ. মুজিবুর রহমান
সঠিক উত্তর: খ. আশরাফুল হক চৌধুরী
6. সামরিক ড্রোন কিনতে ভারত সম্প্রতি কোন দেশের সাথে চুক্তি করেছে?
- ক. চীন
- খ. যুক্তরাষ্ট্র
- গ. রাশিয়া
- ঘ. ফ্রান্স
সঠিক উত্তর: খ. যুক্তরাষ্ট্র
7. সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
- ক. চীন
- খ. ভারত
- গ. পাকিস্তান
- ঘ. রাশিয়া
সঠিক উত্তর: গ. পাকিস্তান
8. ইতিহাসের ১ম সফলভাবে ঝুলন্ত অবতরণ হওয়া রকেটের নাম কী?
- ক. ফ্যালকন হেভি
- খ. আরিয়েন ৫
- গ. স্টারশিপ
- ঘ. স্পেসলিফট ১
সঠিক উত্তর: গ. স্টারশিপ
9. পিএসসি’র চেয়ারম্যান ও সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান কে?
- ক. রাষ্ট্রপতি
- খ. প্রধানমন্ত্রী
- গ. প্রধান বিচারপতি
- ঘ. মন্ত্রী পরিষদ সচিব
সঠিক উত্তর: গ. প্রধান বিচারপতি
10. বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতিতে প্রধান চ্যালেঞ্জ কয়টি?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৫টি
সঠিক উত্তর: খ. ৩টি
11. বিশ্বব্যাংকের মতে, চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি কত হতে পারে?
- ক. ৬%
- খ. ৭%
- গ. ৯%
- ঘ. ১০%
সঠিক উত্তর: গ. ৯%
12. বিগত বছরগুলিতে বাংলাদেশে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কত শতাংশ?
- ক. ৪০%
- খ. ৪৫%
- গ. সাড়ে ৪৫%
- ঘ. ৫০%
সঠিক উত্তর: গ. সাড়ে ৪৫%
13. সেনাপ্রধান ১১ দিনের সরকারি সফরে কোন দেশে গেছেন?
- ক. যুক্তরাষ্ট্র ও কানাডা
- খ. যুক্তরাজ্য ও ফ্রান্স
- গ. চীন ও জাপান
- ঘ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
সঠিক উত্তর: ক. যুক্তরাষ্ট্র ও কানাডা
14. মিরপুর-১০ মেট্রোস্টেশন চালু করতে প্রাথমিকভাবে ব্যয় হয়েছে কত?
- ক. ১ কোটি টাকা
- খ. ১ কোটি ২৫ লাখ টাকা
- গ. ২ কোটি টাকা
- ঘ. ৩ কোটি টাকা
সঠিক উত্তর: খ. ১ কোটি ২৫ লাখ টাকা
15. সম্প্রতি পাল্টাপাল্টি কূটনীতিক বহিস্কার করেছে কোন দুটি দেশ?
- ক. ভারত ও চীন
- খ. ভারত ও যুক্তরাষ্ট্র
- গ. ভারত ও কানাডা
- ঘ. ভারত ও পাকিস্তান
সঠিক উত্তর: গ. ভারত ও কানাডা
16. বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কী?
- ক. রাসেল ডমিঙ্গো
- খ. চন্ডিকা হাথুরুসিংহে
- গ. ফিল সিমন্স
- ঘ. জেমি সিডন্স
সঠিক উত্তর: গ. ফিল সিমন্স
17. বাংলাদেশের অর্থনীতিতে প্রধান তিনটি চ্যালেঞ্জ কী কী?
- ক. মূল্যস্ফিতি, আর্থিক খাতের ভঙ্গুরতা ও বহিঃস্থ চাপ
- খ. বেকারত্ব, নিরাপত্তা ও শরণার্থী সমস্যা
- গ. বৈদেশিক ঋণ, কর ফাঁকি ও অনুৎপাদনশীল খাত
- ঘ. জলবায়ু পরিবর্তন, সাইবার ক্রাইম ও বাণিজ্য ঘাটতি
সঠিক উত্তর: ক. মূল্যস্ফিতি, আর্থিক খাতের ভঙ্গুরতা ও বহিঃস্থ চাপ
18. ‘বিশ্ব খাদ্য দিবস ২০২৪’ কবে পালিত হয়?
- ক. ৭ জুন
- খ. ১৬ অক্টোবর
- গ. ২৭ মার্চ
- ঘ. ১ ডিসেম্বর
সঠিক উত্তর: খ. ১৬ অক্টোবর
19. বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪-এ বাংলাদেশের স্কোর কত?
- ক. ১৮.৫
- খ. ১৯.৪
- গ. ২০.৬
- ঘ. ২১.৩
সঠিক উত্তর: খ. ১৯.৪
20. বাংলাদেশের মোট কতটি বড় শহরে সিটি করপোরেশন বিদ্যমান?
- ক. ১০টি
- খ. ১১টি
- গ. ১২টি
- ঘ. ১৩টি
সঠিক উত্তর: গ. ১২টি