Daily Update MCQ – 28 September 2024

Daily Update MCQ – 28 September 2024

Daily Update MCQ – 28 September 2024

MCQ প্রশ্নোত্তর গুলোর সঠিক উত্তর জানতে View Answer লেখার উপর ডাবল ক্লিক করতে হবে।

1. জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে কতজন নিহত হয়েছেন?

  • ক) ৫০০ জন
  • খ) ১০০০ জন
  • গ) ১৫৮১ জন
  • ঘ) ২০০০ জন

সঠিক উত্তর: গ) ১৫৮১ জন

2. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ড. ইউনূস কোন ভাষায় বক্তৃতা দিয়েছেন?

  • ক) ইংরেজি
  • খ) বাংলা
  • গ) ফরাসি
  • ঘ) স্প্যানিশ

সঠিক উত্তর: খ) বাংলা

3. বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি কে?

  • ক) ফাতু বেনসুদা
  • খ) করিম এ এ খান
  • গ) লুইস মরেনো
  • ঘ) দানিয়েল বেলামি

সঠিক উত্তর: খ) করিম এ এ খান

4. আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কবে পালিত হয়?

  • ক) ২০ সেপ্টেম্বর
  • খ) ১৫ অক্টোবর
  • গ) ২৮ সেপ্টেম্বর
  • ঘ) ৩০ নভেম্বর

সঠিক উত্তর: গ) ২৮ সেপ্টেম্বর

5. শিক্ষামন্ত্রণালয় সম্প্রতি কোন কমিটি বাতিল করেছে?

  • ক) শিক্ষা কার্যক্রম উন্নয়ন
  • খ) বিনা মূল্যের পাঠ্যপুস্তক সংশোধন
  • গ) শিক্ষক নিয়োগ
  • ঘ) শিক্ষা বাজেট

সঠিক উত্তর: খ) বিনা মূল্যের পাঠ্যপুস্তক সংশোধন

6. ইসরাইলের হামলায় সম্প্রতি কে নিহত হয়েছেন?

  • ক) ইয়াহিয়া সিনওয়ার
  • খ) হাসান নাসরাল্লাহ
  • গ) খালেদ মাশাল
  • ঘ) ইসমাইল হানিয়া

সঠিক উত্তর: খ) হাসান নাসরাল্লাহ

7. সাম্প্রতিক সময়ে কোন দেশে ‘Monsoon Revolution’ সংঘটিত হয়েছে?

  • ক) ভারত
  • খ) শ্রীলঙ্কা
  • গ) বাংলাদেশ
  • ঘ) নেপাল

সঠিক উত্তর: গ) বাংলাদেশ

8. যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য কত পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে?

  • ক) ৫ কোটি ডলার
  • খ) ১০ কোটি ডলার
  • গ) ১৫ কোটি ডলার
  • ঘ) ২০ কোটি ডলার

সঠিক উত্তর: ঘ) ২০ কোটি ডলার

9. ড. ইউনূসের ঘোষিত তিন শূন্যের ধারণায় কী কী বিষয় অন্তর্ভুক্ত?

  • ক) শূন্য দারিদ্র, শূন্য ক্ষুধা, শূন্য বেকারত্ব
  • খ) শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ
  • গ) শূন্য দারিদ্র, শূন্য শিক্ষা, শূন্য জলবায়ু দূষণ
  • ঘ) শূন্য ক্ষুধা, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ

সঠিক উত্তর: খ) শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ

10. আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) বর্তমান মহাপরিচালক কে?

  • ক) গাই রাইডার
  • খ) গিলবার্ট হুংবো
  • গ) ফিলিপ অলস্টন
  • ঘ) মাইকেল স্পেন্স

সঠিক উত্তর: খ) গিলবার্ট হুংবো

11. জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার (UNHCR) হাই কমিশনারের নাম কী?

  • ক) আন্তোনিও গুতেরেস
  • খ) ফিলিপ্পো গ্রান্ডি
  • গ) জেইন ক্লাউড
  • ঘ) বান কি মুন

সঠিক উত্তর: খ) ফিলিপ্পো গ্রান্ডি

12. রোহিঙ্গা সংকট নিরসণে ড. ইউনূস কত দফা প্রস্তাব পেশ করেছেন?

  • ক) ৫ দফা
  • খ) ২ দফা
  • গ) ৩ দফা
  • ঘ) ৪ দফা

সঠিক উত্তর: গ) ৩ দফা

13. বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে কতটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে?

  • ক) ৫৩টি মিশনে
  • খ) ৫৮টি মিশনে
  • গ) ৬৩টি মিশনে
  • ঘ) ৬৮টি মিশনে

সঠিক উত্তর: গ) ৬৩টি মিশনে

14. ‘বিলোনিয়া’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত?

  • ক) চট্টগ্রাম
  • খ) কুমিল্লা
  • গ) ফেনী
  • ঘ) নোয়াখালী

সঠিক উত্তর: গ) ফেনী

15. ‘মোনালিসা’ চিত্রকর্মের চিত্রকর কে?

  • ক) পাবলো পিকাসো
  • খ) লিওনার্দো দ্য ভিঞ্চি
  • গ) ভিনসেন্ট ভ্যান গখ
  • ঘ) রাফায়েল

সঠিক উত্তর: খ) লিওনার্দো দ্য ভিঞ্চি

16. মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীর নাম কী?

  • ক) ন্যাশনাল আর্মি
  • খ) পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)
  • গ) স্বাধীনতা ফোর্স
  • ঘ) ইউনাইটেড আর্মি

সঠিক উত্তর: খ) পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)

17. জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ইশিবা শিগেরু কোন রাজনৈতিক দলের সদস্য?

  • ক) কনজারভেটিভ পার্টি
  • খ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
  • গ) সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
  • ঘ) ন্যাশনাল পার্টি

সঠিক উত্তর: খ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)

18. সম্প্রতি বাংলাদেশ কোন দেশকে হারিয়ে সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে?

  • ক) ভারত
  • খ) শ্রীলঙ্কা
  • গ) নেপাল
  • ঘ) পাকিস্তান

সঠিক উত্তর: ঘ) পাকিস্তান

19. এডিবির তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি কত শতাংশ হবে?

  • ক) ৭.৫%
  • খ) ৮.৩%
  • গ) ৯.৮%
  • ঘ) ১০.১%

সঠিক উত্তর: ঘ) ১০.১%

20. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জনবহুল উপকূল অঞ্চলে আঘাত হানা হারিকেনের নাম কী?

  • ক) স্যান্ডি
  • খ) হেলেন
  • গ) ক্যাটরিনা
  • ঘ) রিতা

সঠিক উত্তর: খ) হেলেন

21. ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি কোন দেশটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছে?

  • ক) মিসর
  • খ) ইরান
  • গ) তুরস্ক
  • ঘ) সৌদি আরব

সঠিক উত্তর: ঘ) সৌদি আরব

22. সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশটি চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে?

  • ক) পাকিস্তান
  • খ) বাংলাদেশ
  • গ) ভারত
  • ঘ) শ্রীলঙ্কা

সঠিক উত্তর: গ) ভারত

23. বিশ্বের কোন দেশের পর্যটকরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে?

  • ক) চীন
  • খ) যুক্তরাজ্য
  • গ) বাংলাদেশ
  • ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: গ) বাংলাদেশ (২১.৫৫%)

24. সম্প্রতি কোন দেশটির সোনার খনি ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে?

  • ক) থাইল্যান্ড
  • খ) মালয়েশিয়া
  • গ) ফিলিপাইন
  • ঘ) ইন্দোনেশিয়া

সঠিক উত্তর: ঘ) ইন্দোনেশিয়া

25. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কী?

  • ক) অখিলেশ যাদব
  • খ) যোগী আদিত্যনাথ
  • গ) মায়াবতী
  • ঘ) কেশব প্রসাদ মৌর্য

সঠিক উত্তর: খ) যোগী আদিত্যনাথ

26. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কী?

  • ক) হাসান রুহানি
  • খ) মোহাম্মদ জাওয়াদ
  • গ) আয়াতুল্লাহ আলী খামেনি
  • ঘ) ইবরাহিম রাইসি

সঠিক উত্তর: গ) আয়াতুল্লাহ আলী খামেনি

Share:

Leave a Comment

error: Content is protected !!