Daily Update MCQ: 29 September 2024

Daily Update MCQ: 29 September 2024

Daily Update MCQ

১. বাংলাদেশকে দেয়া আইএমএফ এর শর্ত কী?

ক. প্রতিবছর জিডিপির দুই শতাংশ পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায়

খ. ২০২৫ সালের মধ্যে সব ধরনের করছাড় প্রত্যাহার

গ. প্রতিবছর জিডিপির দেড় শতাংশ পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায় এবং ২০২৭ সালের মধ্যে সব ধরনের করছাড় প্রত্যাহার

ঘ. ২০৩০ সালের মধ্যে সব ধরনের ঋণ শোধ

সঠিক উত্তর: গ. প্রতিবছর জিডিপির দেড় শতাংশ পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায় এবং ২০২৭ সালের মধ্যে সব ধরনের করছাড় প্রত্যাহার

২. অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে কয়টি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন?

ক. ২০টি

খ. ৩০টি

গ. ৪০টি

ঘ. ৫০টি

সঠিক উত্তর: গ. ৪০টি

৩. বর্তমানে সরকারের মন্ত্রণালয় ও বিভাগ কয়টি রয়েছে?

ক. ৪৫টি

খ. ৫০টি

গ. ৫৫টি

ঘ. ৫৮টি

সঠিক উত্তর: ঘ. ৫৮টি

৪. লেবাননে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন কে?

ক. সাইয়েদ হাসান নাসরুল্লাহ

খ. বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রধান হাসান নাসরুল্লাহ

গ. আয়াতুল্লাহ খামেনি

ঘ. সাইয়েদ হাসান মুহাম্মদ

সঠিক উত্তর: খ. বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রধান হাসান নাসরুল্লাহ

৫. হাসান নাসরুল্লাহ’র জন্ম কবে হয়েছিল?

ক. ১৯৫৫ সালে

খ. ১৯৬০ সালে

গ. ১৯৬৫ সালে

ঘ. ১৯৭০ সালে

সঠিক উত্তর: খ. ১৯৬০ সালে

৬. হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ’র প্রধান নিযুক্ত হয়েছিলেন কবে এবং কত বছর বয়সে?

ক. ১৯৯০ সালে, ৩০ বছর বয়সে

খ. ১৯৯২ সালে, ৩২ বছর বয়সে

গ. ১৯৯৫ সালে, ৩৫ বছর বয়সে

ঘ. ১৯৯৮ সালে, ৩৮ বছর বয়সে

সঠিক উত্তর: খ. ১৯৯২ সালে, ৩২ বছর বয়সে

৭. বিশ্ব হার্ট দিবস কবে?

ক. ২৭ সেপ্টেম্বর

খ. ২৮ সেপ্টেম্বর

গ. ২৯ সেপ্টেম্বর

ঘ. ৩০ সেপ্টেম্বর

সঠিক উত্তর: গ. ২৯ সেপ্টেম্বর

৮. জাতিসংঘ মিশনে ড. মুহাম্মদ ইউনূস কতটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন?

ক. ১০টি

খ. ১২টি

গ. ১৫টি

ঘ. ২০টি

সঠিক উত্তর: খ. ১২টি

৯. পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয় কত সালে?

ক. ২ ডিসেম্বর, ১৯৯৫ সালে

খ. ২ ডিসেম্বর, ১৯৯৬ সালে

গ. ২ ডিসেম্বর, ১৯৯৭ সালে

ঘ. ২ ডিসেম্বর, ১৯৯৮ সালে

সঠিক উত্তর: গ. ২ ডিসেম্বর, ১৯৯৭ সালে

১০. সম্প্রতি কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে?

ক. চীন

খ. জাপান

গ. দক্ষিণ কোরিয়া

ঘ. ভারত

সঠিক উত্তর: গ. দক্ষিণ কোরিয়া

১১. সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কী?

ক. গ্রিন নেটওয়ার্ক

খ. ব্লু নেটওয়ার্ক

গ. ক্লিন নেটওয়ার্ক

ঘ. ওয়াটার নেটওয়ার্ক

সঠিক উত্তর: খ. ব্লু নেটওয়ার্ক

১২. চলতি বছরে ভারতভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষে রয়েছে কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. বাংলাদেশ

ঘ. চীন

সঠিক উত্তর: গ. বাংলাদেশ, ২য় স্থানে যুক্তরাষ্ট্র

১৩. রাশিয়ার আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের কত শতাংশ এখন রুবলে হচ্ছে?

ক. ২৫ শতাংশ

খ. ৩০ শতাংশ

গ. ৩৫ শতাংশ

ঘ. ৩৯ শতাংশ

সঠিক উত্তর: ঘ. ৩৯ শতাংশ (২০২১ থেকে ২০২৩)

১৪. “বিশ্ব হার্ট দিবস-২০২৪” এর প্রতিপাদ্য কী?

ক. “ইউজ হার্ট ফর ইয়োর লাইফ”

খ. “ইউজ হার্ট ফর হেলথ”

গ. “ইয়েস, ইউজ হার্ট ফর অ্যাকশন”

ঘ. “ইউজ হার্ট টু মুভ”

সঠিক উত্তর: গ. “ইয়েস, ইউজ হার্ট ফর অ্যাকশন”

১৫. বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক কে?

ক. মোহাম্মদ আজম

খ. হুমায়ূন আজাদ

গ. রফিকুল ইসলাম

ঘ. আনিসুজ্জামান

সঠিক উত্তর: ক. মোহাম্মদ আজম

১৬. স্বাধীনতার পর প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয় কত সালে?

ক. ১৯৭২ সালে

খ. ১৯৭৫ সালে

গ. ১৯৮০ সালে

ঘ. ১৯৮২ সালে

সঠিক উত্তর: ক. ১৯৭২ সালে

১৭. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত ছিল?

ক. ১৯৭৩-১৯৭৭

খ. ১৯৭৪-১৯৭৮

গ. ১৯৭৫-১৯৭৯

ঘ. ১৯৭৬-১৯৮০

সঠিক উত্তর: খ. ১৯৭৪-১৯৭৮

১৮. ‘ব্লু নেটওয়ার্ক’ কীসের সাথে সম্পর্কিত?

ক. পরিবেশ

খ. স্বাস্থ্য

গ. যোগাযোগ

ঘ. শিক্ষা

সঠিক উত্তর: ক. পরিবেশ

১৯. বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

ক. ডেভিড মালপাস

খ. ক্রিস্টালিনা জর্জিভা

গ. অজয় বাঙ্গা

ঘ. জিম ইয়ং কিম

সঠিক উত্তর: গ. অজয় বাঙ্গা

২০. সর্বশেষ কোন পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে?

ক. ইলিশ

খ. জামদানি

গ. রসমালাই

ঘ. ছানামুখী (ব্রাহ্মণবাড়িয়া)

সঠিক উত্তর: ঘ. ছানামুখী (ব্রাহ্মণবাড়িয়া)

২১. সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী হারিকেনের নাম কী?

ক. হেলেন

খ. ক্যাটরিনা

গ. স্যান্ডি

ঘ. ইরমা

সঠিক উত্তর: ক. হেলেন

২২. ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন কবে?

ক. ২৬ সেপ্টেম্বর, ২০২৪

খ. ২৭ সেপ্টেম্বর, ২০২৪

গ. ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ঘ. ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সঠিক উত্তর: গ. ২৮ সেপ্টেম্বর, ২০২৪

Q1. On which day was World Tourism Day celebrated recently?

a. 25 September

b. 26 September

c. 27 September

d. 28 September

Correct Answer: c. 27 September

Q2. Recently, ‘B Vanlalvanna’ has been appointed as the Ambassador of India to which country?

a. Thailand

b. Cambodia

c. Vietnam

d. Myanmar

Correct Answer: b. Cambodia

Q3. Which state government has launched the “Bana Kaih” scheme to support farmers and entrepreneurs?

a. Assam

b. Nagaland

c. Mizoram

d. Manipur

Correct Answer: c. Mizoram

Q4. Where is the IIFA Awards 2024 being organized?

a. Dubai

b. Abu Dhabi

c. Mumbai

d. New York

Correct Answer: b. Abu Dhabi

Q5. Which organization will the Ministry of Labor partner with to create employment opportunities for youth?

a. Google

b. Microsoft

c. Amazon

d. Facebook

Correct Answer: c. Amazon

Q6. Who has taken over the chairmanship of the Organization of Asian Supreme Audit Institutions?

a. Shaktikanta Das

b. Girish Chandra Murmu

c. Nirmala Sitharaman

d. Rajnath Singh

Correct Answer: b. Girish Chandra Murmu

Q7. Which country has become the largest trading partner of Nepal?

a. China

b. United States

c. India

d. Japan

Correct Answer: c. India

Q8. Cricketer ‘Shakib Al Hasan’ has announced his retirement from which country?

a. Pakistan

b. Sri Lanka

c. Bangladesh

d. India

Correct Answer: c. Bangladesh

প্রশ্ন ও উত্তরে কোন ভুল ত্রুটি খুঁজে পেলে অনুগ্রহ করে নিচে কমেন্ট করুন। এছাড়াও আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত দিতে পারেন।

Share:

Leave a Comment

error: Content is protected !!