Daily Update MCQ : 30 September 2024
MCQ Quiz
১. পোশাক শিল্পে চলমান শ্রম অসন্তোষ নিরসনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কয় দফা প্রস্তাব দিয়েছে?
ক) ৩ দফা
খ) ৪ দফা
গ) ৫ দফা
ঘ) ৬ দফা
উত্তর: গ) ৫ দফা
২. ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ আইন করা হয় কত সালে?
ক) ১৮৫৭
খ) ১৮৬১
গ) ১৮৭৫
ঘ) ১৮৯০
উত্তর: খ) ১৮৬১
৩. সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই নভোচারীর নাম কী?
ক) সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর
খ) জন ডো ও জেন স্মিথ
গ) নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন
ঘ) এলেন মাস্ক ও রিচার্ড ব্র্যানসন
উত্তর: ক) সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর
৪. মিয়ানমারে ব্রাদারহুড অ্যালায়েন্স কর্তৃক সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানের নাম কী?
ক) অপারেশন ৯৯৯
খ) অপারেশন ১০২৭
গ) অপারেশন সেভেনটিন
ঘ) অপারেশন ফ্রিডম
উত্তর: খ) অপারেশন ১০২৭
৫. সাফ অনূর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) নেপাল
ঘ) ভুটান
উত্তর: ঘ) ভুটান
৬. বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কয়টি?
ক) ২৮টি
খ) ২৯টি
গ) ৩০টি
ঘ) ৩২টি
উত্তর: ঘ) ৩২টি
৭. বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ এ বাংলাদেশের অবস্থান কততম?
ক) ১০৪
খ) ১০৫
গ) ১০৬
ঘ) ১০৭
উত্তর: গ) ১০৬
৮. বায়ুমান উন্নয়নে Bangladesh Clean Air Project (BCAP) –এ বিশ্বব্যাংক সহায়তা করবে কত ডলার?
ক) ২০ কোটি
খ) ২৫ কোটি
গ) ৩০ কোটি
ঘ) ৩৫ কোটি
উত্তর: গ) ৩০ কোটি
৯. চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠানের নাম কী?
ক) গুগল
খ) ওপেনএআই
গ) মাইক্রোসফট
ঘ) ফেসবুক
উত্তর: খ) ওপেনএআই
১০. ইসরায়েল কর্তৃক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যায় ব্যবহৃত বোমার নাম কী?
ক) মিসাইল
খ) এয়ার বম্ব
গ) বাংকার বাস্টার
ঘ) আর্টিলারি শেল
উত্তর: গ) বাংকার বাস্টার
১১. সম্প্রতি ৪১তম ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি?
ক) রাজশাহীর আম
খ) চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাত আম
গ) ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি
ঘ) বগুড়ার দই
উত্তর: গ) ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি
১২. সাউথইস্ট ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কী?
ক) এম এ কাশেম
খ) শওকত আলী
গ) আজিজুল ইসলাম
ঘ) রফিকুল ইসলাম
উত্তর: ক) এম এ কাশেম
১৩. সম্প্রতি বাংলাদেশের কোন ব্যাংক থেকে ১২ হাজার ভরি স্বর্ণ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে?
ক) সোনালী ব্যাংক
খ) বাংলাদেশ সমবায় ব্যাংক
গ) ডাচ-বাংলা ব্যাংক
ঘ) ইস্টার্ন ব্যাংক
উত্তর: খ) বাংলাদেশ সমবায় ব্যাংক
১৪. ‘জাতীয় কন্যাশিশু দিবস’ কবে পালিত হয়?
ক) ২৯ সেপ্টেম্বর
খ) ৩০ সেপ্টেম্বর
গ) ১ অক্টোবর
ঘ) ৫ অক্টোবর
উত্তর: খ) ৩০ সেপ্টেম্বর
১৫. ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪’ এর প্রতিপাদ্য কী?
ক) কন্যাশিশুর অধিকার রক্ষা
খ) কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ
গ) নারীর সমান অধিকার
ঘ) কন্যাশিশুর স্বাস্থ্য ও শিক্ষা
উত্তর: খ) কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ
১৬. সম্প্রতি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর নিহতের ঘটনায় লেবাননে কয় দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে?
ক) ১ দিন
খ) ২ দিন
গ) ৩ দিন
ঘ) ৫ দিন
উত্তর: গ) ৩ দিন
১৭. সম্প্রতি ‘মিস ইউনিভার্স কোরিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ৮০ বছর বয়সী নারীর নাম কী?
ক) চোই সুন-হাওয়া
খ) কিম হা-নিউল
গ) পার্ক সুন-ইয়ং
ঘ) লি ইয়ো-জং
উত্তর: ক) চোই সুন-হাওয়া
১৮. আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য ট্রাম্প কোন সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান?
ক) ইয়াহু
খ) বিং
গ) গুগল
ঘ) ডাকডাকগো
উত্তর: গ) গুগল
১৯. আন্তর্জাতিক অনুবাদ দিবস কত তারিখ পালন করা হয়?
ক) ২৮ সেপ্টেম্বর
খ) ২৯ সেপ্টেম্বর
গ) ৩০ সেপ্টেম্বর
ঘ) ১ অক্টোবর
উত্তর: গ) ৩০ সেপ্টেম্বর
২০. বিশ্বের কোন দেশের পর্যটকরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করেন?
ক) যুক্তরাষ্ট্র
খ) জাপান
গ) যুক্তরাজ্য
ঘ) বাংলাদেশ
উত্তর: ঘ) বাংলাদেশ (২১.৫৫%)
২১. সম্প্রতি কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে?
ক) চীন
খ) ভারত
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) জাপান
উত্তর: গ) দক্ষিণ কোরিয়া
২২. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস কোন ভাষায় বক্তৃতা দিয়েছেন?
ক) ইংরেজি
খ) ফরাসি
গ) স্প্যানিশ
ঘ) বাংলা
উত্তর: ঘ) বাংলা
২৩. ২০২৪ সালে বিশ্ব জলাতঙ্ক দিবসের প্রতিপাদ্য বিষয় কী?
ক) জলাতঙ্ক প্রতিরোধে টিকা
খ) জলাতঙ্ক নিমূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন
গ) বিশ্ব জলাতঙ্ক প্রতিরোধ
ঘ) সবার জন্য টিকা
উত্তর: খ) জলাতঙ্ক নিমূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন
২৪. নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কী?
ক) জাহাজ ও বন্দর মন্ত্রণালয়
খ) নৌ ও বিমান পরিবহন মন্ত্রণালয়
গ) সমুদ্র ও নদী মন্ত্রণালয়
ঘ) জল পরিবহন মন্ত্রণালয়
উত্তর: ক) জাহাজ ও বন্দর মন্ত্রণালয়
২৫. জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার ‘ছানামুখী’ মিষ্টির উৎপত্তি হয় কখন?
ক) প্রায় ১০০ বছর আগে
খ) প্রায় ১৫০ বছর আগে
গ) প্রায় ২০০ বছর আগে
ঘ) প্রায় ২৫০ বছর আগে
উত্তর: খ) প্রায় ১৫০ বছর আগে
২৬. বাংলা একাডেমির পূর্বনাম কী?
ক) ঢাকা একাডেমি
খ) সাহিত্য একাডেমি
গ) বর্ধমান হাউস
ঘ) বাংলা সাহিত্য ভবন
উত্তর: গ) বর্ধমান হাউস
২৭. কাসালং নদী কোন জেলায় অবস্থিত?
ক) বান্দরবান
খ) রাঙ্গামাটি
গ) খাগড়াছড়ি
ঘ) কক্সবাজার
উত্তর: খ) রাঙ্গামাটি
২৮. প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
ক) যুক্তরাষ্ট্র
খ) ভারত
গ) চীন
ঘ) রাশিয়া
উত্তর: খ) ভারত
২৯. ‘ক্রেটার’ কী?
ক) সমুদ্রের তলদেশের গর্ত
খ) আগ্নেয়গিরির মুখ
গ) মহাকাশে কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে গ্রহাণুর ধাক্কায় সৃষ্টি কোনো গর্ত
ঘ) পাহাড়ের শীর্ষস্থান
উত্তর: গ) মহাকাশে কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে গ্রহাণুর ধাক্কায় সৃষ্টি কোনো গর্ত
প্রশ্ন ও উত্তরে কোন ভুল ত্রুটি থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।