Daily Update MCQ : 4 October 2024
Daily Update MCQ : 4 October 2024
প্রশ্ন : ৪ অক্টোবর কোন দেশের প্রধানমন্ত্রী ঢাকায় সফরে এসেছেন?
ক) ভারতের
খ) মালয়েশিয়ার
গ) জাপানের
ঘ) শ্রীলঙ্কার
উত্তর: খ) মালয়েশিয়ার
প্রশ্ন : আনোয়ার ইব্রাহিম কজনের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন?
ক) ৫০
খ) ৫৮
গ) ৭৫
ঘ) ৪০
উত্তর: খ) ৫৮
প্রশ্ন : ঢাকার বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে কে স্বাগত জানিয়েছেন?
ক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খ) পররাষ্ট্রমন্ত্রী
গ) ড. মুহাম্মদ ইউনূস
ঘ) অর্থ উপদেষ্টা
উত্তর: গ) ড. মুহাম্মদ ইউনূস
প্রশ্ন : নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন?
ক) ৫ লাখ
খ) ৭ লাখ
গ) ১০ লাখ
ঘ) ১২ লাখ
উত্তর: গ) ১০ লাখ
প্রশ্ন : সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছে?
ক) নাহিদ ইসলাম
খ) সাইফুল ইসলাম
গ) তানভীর হাসান
ঘ) আরিফুর রহমান
উত্তর: ক) নাহিদ ইসলাম
প্রশ্ন : ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ কবে পাস হয়?
ক) ১০ সেপ্টেম্বর
খ) ১৩ সেপ্টেম্বর
গ) ১৫ সেপ্টেম্বর
ঘ) ১৮ সেপ্টেম্বর
উত্তর: খ) ১৩ সেপ্টেম্বর
প্রশ্ন : ২০২৮ সালের মধ্যে কতটি গ্যাসকূপ খনন করা হবে?
ক) ৫০টি
খ) ৭৫টি
গ) ১০০টি
ঘ) ১৫০টি
উত্তর: গ) ১০০টি
প্রশ্ন : ‘বিশ্ব প্রাণী দিবস’ কবে পালিত হয়?
ক) ১ অক্টোবর
খ) ২ অক্টোবর
গ) ৪ অক্টোবর
ঘ) ৬ অক্টোবর
উত্তর: গ) ৪ অক্টোবর
প্রশ্ন: সম্প্রতি ফিলিস্তিনের কে ‘রাইট লাইভলিহুড’ পুরস্কার পেয়েছেন?
ক) ইসা হামিদ
খ) ইসা আমরো
গ) সালাহ আমেদ
ঘ) ইয়াহিয়া আব্বাস
উত্তর: খ) ইসা আমরো (৪৪)। [অধিকারকর্মী]
প্রশ্ন: নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে থেকে?
ক) সেপ্টেম্বরের শেষ সপ্তাহ
খ) অক্টোবর মাসের ১ম সোমবার
গ) নভেম্বরের প্রথম দিন
ঘ) ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ
উত্তর: খ) অক্টোবর মাসের ১ম সোমবার। (৭ অক্টোবর চিকিৎসা শাস্ত্রে বিজয়ীর নাম ঘোষণা হবে)
প্রশ্ন: পরবর্তী ডি-৮ শীর্ষ সম্মেলন-২০২৪ আয়োজন করবে কোন দেশ?
ক) বাংলাদেশ
খ) পাকিস্তান
গ) তুরস্ক
ঘ) মিসর
উত্তর: ঘ) মিসর
প্রশ্ন: কোন দেশগুলো ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালিয়েছে?
ক) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
খ) ইরান ও সৌদি আরব
গ) ফ্রান্স ও জার্মানি
ঘ) তুরস্ক ও রাশিয়া
উত্তর: ক) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
প্রশ্ন: ইয়েমেনের কোন স্থানগুলোতে বিমান হামলা করা হয়েছে?
ক) হোদেইদাহ ও সানা
খ) সানা ও দামার
গ) হোদেইদাহ, সানা ও ধামার
ঘ) আদেন ও মুকাল্লা
উত্তর: গ) হোদেইদাহ, সানা ও ধামার
প্রশ্ন: ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যানেলের নাম কী?
ক) আল আরাবিয়া
খ) আল মাসিরাহ টিভি
গ) আল জাজিরা
ঘ) আল হুরা
উত্তর: খ) আল মাসিরাহ টিভি
প্রশ্ন: কোন ব্যান্ড গানের স্বত্ব সনি মিউজিকের কাছে বিক্রি করেছে?
ক) বিটলস
খ) পিংক ফ্লয়েড
গ) রোলিং স্টোনস
ঘ) কুইন
উত্তর: খ) পিংক ফ্লয়েড
প্রশ্ন : পিংক ফ্লয়েডের গানের স্বত্ব কত মূল্যে বিক্রি হয়েছে?
ক) ৩০ কোটি ডলার
খ) ৪০ কোটি ডলার
গ) ৫০ কোটি ডলার
ঘ) ৬০ কোটি ডলার
উত্তর: খ) পিংক ফ্লয়েডের গানের স্বত্ব প্রায় ৪০ কোটি ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার ৮০০ কোটি টাকা।
প্রশ্ন : পিংক ফ্লয়েড ব্যান্ডটি কবে যাত্রা শুরু করে?
ক) ১৯৫৫ সালে
খ) ১৯৬৫ সালে
গ) ১৯৭০ সালে
ঘ) ১৯৮০ সালে
উত্তর: খ) ১৯৬৫ সালে।
প্রশ্ন : পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবামের নাম কী?
ক) দ্য ফাইনাল কাট
খ) দ্য ডার্ক সাইড অব দ্য মুন
গ) দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন
ঘ) অ্যাটম হার্ট মাদার
উত্তর: গ) ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’
প্রশ্ন : পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবামটি কবে মুক্তি পায়?
ক) ১৯৬৫
খ) ১৯৬৬
গ) ১৯৬৭
ঘ) ১৯৬৮
উত্তর: গ) ১৯৬৭ সালে।
প্রশ্ন : পিংক ফ্লয়েড কোন ধরনের গান করে?
ক) প্রগ্রেসিভ রক, সাইকেডেলিক রক ও ব্লুজ রক
খ) পপ রক ও ইলেকট্রনিক
গ) জ্যাজ ও ফিউশন
ঘ) ক্লাসিকাল মিউজিক
উত্তর: ক) প্রগ্রেসিভ রক, সাইকেডেলিক রক ও ব্লুজ রক
প্রশ্ন: বুলগেরিয়ার ভিসার আবেদন কোন কোন দেশ থেকে করতে পারবে শিক্ষার্থীরা?
ক) ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তান
খ) ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমার
গ) চীন, থাইল্যান্ড ও নেপাল
ঘ) কোরিয়া, জাপান ও রাশিয়া
উত্তর: ক) ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তান
প্রশ্ন: বুলগেরিয়ার কোন দূতাবাসগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসার আবেদন করতে পারবে?
ক) চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড
খ) যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া
গ) ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তান
ঘ) ইরান, তুরস্ক ও মিসর
উত্তর: গ) ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তান
প্রশ্ন: বুলগেরিয়ার কোন দূতাবাসে ভিসা আবেদন বন্ধ রয়েছে?
ক) ভিয়েতনাম
খ) ভারত
গ) কাজাখস্তান
ঘ) পাকিস্তান
উত্তর: খ) ভারত
প্রশ্ন : চলতি বছরে ডেঙ্গুতে মোট কতজনের মৃত্যু হয়েছে?
ক) ১৫০ জন
খ) ১৭৭ জন
গ) ২০০ জন
ঘ) ২৫০ জন
উত্তর: খ) ১৭৭ জন
প্রশ্ন : গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কতজন?
ক) তিন লাখ
খ) তিন লাখ ২১ হাজার ১৭৯ জন
গ) দুই লাখ
ঘ) চার লাখ
উত্তর: খ) তিন লাখ ২১ হাজার ১৭৯ জন
প্রশ্ন : গত বছরে ডেঙ্গুতে কতজনের মৃত্যু হয়েছে?
ক) ১ হাজার ২০০ জন
খ) ১ হাজার ৪০০ জন
গ) ১ হাজার ৭০৫ জন
ঘ) ২ হাজার ১০০ জন
উত্তর: গ) ১ হাজার ৭০৫ জন
প্রশ্ন ও উত্তরে কোন ভুল থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।