Daily Update MCQ – 6 October 2024

Daily Update MCQ – 6 October 2024

MCQ Questions
১. মালয়েশিয়ায় কতজন নিবন্ধিত বাংলাদেশি কর্মী আছেন?

ক. ১০ লাখ ৩০ হাজার

খ. ১১ লাখ ৪০ হাজার

গ. ১২ লাখ ১৫ হাজার ৫৩৬

ঘ. ১৩ লাখ ৬০ হাজার

সঠিক উত্তর: গ. ১২ লাখ ১৫ হাজার ৫৩৬
২. মোট কতটি বাংলাদেশি পণ্য জি আই সনদ পেয়েছে?

ক. ৩৮টি

খ. ৪৩টি

গ. ৪৫টি

ঘ. ৫০টি

সঠিক উত্তর: খ. ৪৩টি
৩. বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের অবস্থান কোথায়?

ক. প্রথম সারি

খ. দ্বিতীয় সারি

গ. তৃতীয় সারি

ঘ. চতুর্থ সারি

সঠিক উত্তর: ঘ. চতুর্থ সারি
৪. বিশ্বব্যাংকের ‘বিজনেস রেডি’ প্রতিবেদন কোন প্রতিবেদনটির বিকল্প?

ক. ‘ইজ অব ডুয়িং বিজনেস’

খ. ‘বিজনেস স্টার্টআপ’

গ. ‘এন্টারপ্রেনারশিপ ইনডেক্স’

ঘ. ‘বিজনেস ইকোনমি’

সঠিক উত্তর: ক. ‘ইজ অব ডুয়িং বিজনেস’
৫. তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে কোন দেশ বাদ দিয়েছে?

ক. চীন

খ. ভারত

গ. রাশিয়া

ঘ. যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: গ. রাশিয়া
৬. বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার (দাবা) কে?

ক. মনন রেজা

খ. জিয়াউর রহমান

গ. ফাহাদ রহমান

ঘ. ইমরান হোসেন

সঠিক উত্তর: ক. মনন রেজা
৭. সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ?

ক. বাংলাদেশ

খ. ভারত

গ. শ্রীলঙ্কা

ঘ. নেপাল

সঠিক উত্তর: খ. ভারত
৮. বাংলাদেশে প্রথমবারের মতো ইউনেস্কো-হামদান পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান?

ক. ব্র্যাক

খ. গুড নেইবারস বাংলাদেশ

গ. আশা

ঘ. গ্রামীন ব্যাংক

সঠিক উত্তর: খ. গুড নেইবারস বাংলাদেশ
৯. সম্প্রতি সুন্দরবনে বাঘ গণনা কোন পদ্ধতিতে হয়?

ক. জিপিএস ট্র্যাকিং

খ. ক্যামেরা ট্র্যাকিং

গ. স্যাটেলাইট ট্র্যাকিং

ঘ. রেডিও কলারিং

সঠিক উত্তর: খ. ক্যামেরা ট্র্যাকিং
১০. ২০২৪ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?

ক. কাজাখস্তান

খ. উজবেকিস্তান

গ. রাশিয়া

ঘ. ব্রাজিল

সঠিক উত্তর: খ. উজবেকিস্তান
১১. বাংলাদেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?

ক. ৫০টি

খ. ৫৩টি

গ. ৫৫টি

ঘ. ৫৭টি

সঠিক উত্তর: গ. ৫৫টি
১২. বাংলাদেশের মোট কতটি পণ্য জিআই সনদ পেয়েছে?

ক. ৪১টি

খ. ৪৩টি

গ. ৪৫টি

ঘ. ৪৭টি

সঠিক উত্তর: খ. ৪৩টি (সেপ্টেম্বর পর্যন্ত)
১৩. বিশ্বব্যাংকে প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের স্কোর কত?

ক. ৫০.৬৮ পয়েন্ট

খ. ৫২.৩৫ পয়েন্ট

গ. ৫৩.৮৬ পয়েন্ট

ঘ. ৫৫.৪৫ পয়েন্ট

সঠিক উত্তর: গ. ৫৩.৮৬ পয়েন্ট (১০০ এর মধ্যে)
১৪. বাংলাদেশে কত সালে ভৌগলিক নির্দেশক পণ্য আইন করা হয়?

ক. ২০১০ সাল

খ. ২০১১ সাল

গ. ২০১৩ সাল

ঘ. ২০১৫ সাল

সঠিক উত্তর: গ. ২০১৩ সাল
১৫. কত সাল থেকে নিয়মিতভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো হচ্ছে?

ক. ১৯৮৫ সাল

খ. ১৯৮৭ সাল

গ. ১৯৮৯ সাল

ঘ. ১৯৯১ সাল

সঠিক উত্তর: গ. ১৯৮৯ সাল থেকে
১৬. বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি কে?

ক. বিল গেটস

খ. বার্নার্ড আর্নল্ট

গ. এলন মাস্ক

ঘ. মার্ক জাকারবার্গ

সঠিক উত্তর: ঘ. মার্ক জাকারবার্গ (সূত্র: ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স)
১৭. জাতিসংঘের ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারা আছে কতটি?

ক. ২০টি

খ. ২৫টি

গ. ৩০টি

ঘ. ৩৫টি

সঠিক উত্তর: গ. ৩০টি
১৮. ২০২৪ সালে মেটার শেয়ার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

ক. ৬৮%

খ. ৭২%

গ. ৭৫%

ঘ. ৭৮%

সঠিক উত্তর: খ. ৭২%
১৯. ২০২৪ সালে ‘এসসিও’ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক. নয়াদিল্লি, ভারত

খ. তাশখন্দ, উজবেকিস্তান

গ. ইসলামাবাদ, পাকিস্তান

ঘ. মস্কো, রাশিয়া

সঠিক উত্তর: গ. ইসলামাবাদ, পাকিস্তান
২০. বাংলাদেশে প্রথমবারের মতো ইউনেস্কো-হামদান পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান?

ক. ব্র্যাক

খ. গুড নেইবারস বাংলাদেশ

গ. আশা

ঘ. গ্রামীন ব্যাংক

সঠিক উত্তর: খ. গুড নেইবারস বাংলাদেশ
২১. সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ?

ক. বাংলাদেশ

খ. ভারত

গ. শ্রীলঙ্কা

ঘ. নেপাল

সঠিক উত্তর: খ. ভারত
২২. সম্প্রতি সুন্দরবনে বাঘ গণনা কোন পদ্ধতিতে হয়েছে?

ক. জিপিএস ট্র্যাকিং

খ. ক্যামেরা ট্র্যাকিং

গ. স্যাটেলাইট ট্র্যাকিং

ঘ. রেডিও কলারিং

সঠিক উত্তর: খ. ক্যামেরা ট্র্যাকিং
২৩. ২০২৪ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?

ক. তুরস্ক

খ. উজবেকিস্তান

গ. কাজাখস্তান

ঘ. রাশিয়া

সঠিক উত্তর: খ. উজবেকিস্তান
২৪. ‘নর্থারো’ কী?

ক. ইসরাইলি সামরিক বাহিনীর নৌবাহিনী

খ. ইসরাইলি ড্রোন

গ. লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান

ঘ. ইসরাইলি বিশেষ বাহিনী

সঠিক উত্তর: গ. লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান
২৫. দাবায় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে?

ক. মনন রেজা নীড়

খ. ফাহাদ রহমান

গ. মোল্লা আব্দুল্লাহ আল রাকিব

ঘ. নিয়াজ মোরশেদ

সঠিক উত্তর: ক. মনন রেজা নীড়
২৬. সম্প্রতি আইএসও সনদ অর্জন করেছে কোন মন্ত্রণালয়?

ক. শিক্ষা মন্ত্রণালয়

খ. কৃষি মন্ত্রণালয়

গ. অর্থ মন্ত্রণালয়

ঘ. বাণিজ্য মন্ত্রণালয়

সঠিক উত্তর: গ. অর্থ মন্ত্রণালয়
২৭. বর্তমানে বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট কয়টি?

ক. পাঁচটি

খ. ছয়টি

গ. সাতটি

ঘ. আটটি

সঠিক উত্তর: গ. সাতটি
২৮. বিশ্বব্যাংকের প্রতিবেদনে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কোথায়?

ক. দ্বিতীয় সারিতে

খ. তৃতীয় সারিতে

গ. চতুর্থ সারিতে

ঘ. পঞ্চম সারিতে

সঠিক উত্তর: গ. চতুর্থ সারিতে
২৯. ক্যানসার সচেতনতায় অবদান রাখায় ‘গোলাপি মানব’ খেতাব পেয়েছেন কে?

ক. ডা. মোহাম্মদ কাইয়ুম

খ. অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার

গ. ডা. ফারুক আহমেদ

ঘ. অধ্যাপক এম এ হান্নান

সঠিক উত্তর: খ. অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার
৩০. ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ কবে পালিত হয়?

ক. ৩ অক্টোবর

খ. ৫ অক্টোবর

গ. ৬ অক্টোবর

ঘ. ৭ অক্টোবর

সঠিক উত্তর: গ. ৬ অক্টোবর
৩১. ‘অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স’ জোটের নেপথ্যে কোন সংঘাত?

ক. সিরিয়া-ইরাক সংঘাত

খ. আফগানিস্তান-যুক্তরাষ্ট্র সংঘাত

গ. ইরান-সৌদি সংঘাত

ঘ. ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত

সঠিক উত্তর: ঘ. ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
৩২. পৃথিবীর সবচেয়ে শীতল এবং শুষ্ক মহাদেশ কোনটি?

ক. ইউরোপ

খ. এশিয়া

গ. অ্যান্টার্কটিকা

ঘ. উত্তর আমেরিকা

সঠিক উত্তর: গ. অ্যান্টার্কটিকা
৩৩. সম্প্রতি, পৃথিবীর দিকে ধেয়ে আসা শক্তিশালী সৌরচ্ছটা কোন শ্রেণীভুক্ত?

ক. ‘এ ৫.০’

খ. ‘বি ৭.৫’

গ. ‘সি ৮.০’

ঘ. ‘এক্স ৯.০’

সঠিক উত্তর: ঘ. ‘এক্স ৯.০’
৩৪. ‘সেন্টকম’ কী?

ক. মার্কিন সামরিক বাহিনী

খ. রাশিয়ান নৌবাহিনী

গ. ব্রিটিশ বিমান বাহিনী

ঘ. চীনা স্থল বাহিনী

সঠিক উত্তর: ক. মার্কিন সামরিক বাহিনী

প্রশ্ন ও উত্তরে কোন ভুল পেলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করিন।

Share:

Leave a Comment

error: Content is protected !!