Daily Update MCQ 8 October 2024

Daily Update MCQ 8 October 2024

১. এআইএমএফ মতে, ২০২৪ সালে বিশ্বের দরিদ্রতম দেশ কোনটি?
A) সোমালিয়া
B) ইয়েমেন
C) দক্ষিণ সুদান
D) মালি

উত্তর: C) দক্ষিণ সুদান

২. দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে অনার্স কোর্স চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়?
A) ঢাকা বিশ্ববিদ্যালয়
B) গ্রিন ইউনিভার্সিটি
C) রাজশাহী বিশ্ববিদ্যালয়
D) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উত্তর: B) গ্রিন ইউনিভার্সিটি

৩. সম্প্রতি (০৮ অক্টোবর ২০২৪) টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কোন ক্রিকেটার?
A) সাকিব আল হাসান
B) তামিম ইকবাল
C) মাহমুদউল্লাহ রিয়াদ
D) মুশফিকুর রহিম

উত্তর: C) মাহমুদউল্লাহ রিয়াদ

৪. বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? (সূত্র: বন বিভাগের ২০২৪ সালের জরিপ)
A) ১০০
B) ১২৫
C) ১৫০
D) ২০০

উত্তর: B) ১২৫

৫. ‘মাইক্রোআরএনএ’ (MicroRNA) কী?
A) ডিএনএ অণু
B) ডবল-স্ট্র্যান্ডেড আরএনএ অণু
C) একক স্ট্র্যান্ডেড নন-কোডিং আরএনএ অণু
D) প্রোটিন অণু

উত্তর: C) একক স্ট্র্যান্ডেড নন-কোডিং আরএনএ অণু

৬. দেশে বর্তমানে সংবিধান সংস্কার কমিশন কত সদস্য বিশিষ্ট?
A) ৫
B) ৭
C) ৯
D) ১১

উত্তর: C) ৯

৭. দেশে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর কত জন?
A) ৪ জন
B) ৫ জন
C) ৬ জন
D) ৭ জন

উত্তর: C) ৬ জন

৮. ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন কারা?
A) জন হপফিল্ড ও জেফরি এইচ. হিন্টন
B) রজার পেনরোজ ও আন্দ্রিয়া গেজ
C) পিটার হিগস ও ডেভিড গ্রস
D) হিগস বোসন ও স্যামুয়েল টিং

উত্তর: A) জন হপফিল্ড ও জেফরি এইচ. হিন্টন

৯. বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অবস্থান কত?
A) ২০ নম্বরে
B) ৩০ নম্বরে
C) ৪০ নম্বরে
D) ৫০ নম্বরে

উত্তর: D) ৫০ নম্বরে

১০. ড. ইউনূসের জন্ম কবে?
A) ১৯৪০ সালের ২৮ জুন
B) ১৯৫০ সালের ১৫ আগস্ট
C) ১৯৬০ সালের ৫ এপ্রিল
D) ১৯৭০ সালের ১০ ডিসেম্বর

উত্তর: A) ১৯৪০ সালের ২৮ জুন

১১. ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক তালিকাটি প্রণয়ন করেছেন কোন প্রতিষ্ঠান?
A) ইসলামী উন্নয়ন ব্যাংক
B) রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার
C) ওআইসি
D) ইউনেস্কো

উত্তর: B) রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার

১২. শেয়ারবাজার সংস্কারে কত সদস্যের একটি টাস্কফোর্স গঠিত হয়েছে?
A) ৩ সদস্য
B) ৪ সদস্য
C) ৫ সদস্য
D) ৬ সদস্য

উত্তর: C) ৫ সদস্য

১৩. বন বিভাগ কর্তৃক সংঘটিত বাঘ জরিপের ফলাফল কবে প্রকাশিত হবে?
A) ৫ অক্টোবর
B) ৬ অক্টোবর
C) ৭ অক্টোবর
D) ৮ অক্টোবর

উত্তর: D) ৮ অক্টোবর

১৪. চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কারা?
A) রবার্ট এডওয়ার্ডস ও ফ্রাঙ্ক উইলসন
B) ভিক্টর অ্যাব্রোস ও গ্যারি র‍্যাভকান
C) হার্ভে আল্টার ও মাইকেল হিউটন
D) ডেভিড ম্যাকগি ও জেমস ওয়াটসন

উত্তর: B) ভিক্টর অ্যাব্রোস ও গ্যারি র‍্যাভকান

১৫. এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কিসের জন্য?
A) ক্যান্সার গবেষণার জন্য
B) ম্যালেরিয়া প্রতিরোধ গবেষণার জন্য
C) মাইক্রো আরএনএ’র আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের ভূমিকা বিষয়ক গবেষণার জন্য
D) মস্তিষ্কের কার্যকলাপ গবেষণার জন্য

উত্তর: C) মাইক্রো আরএনএ’র আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের ভূমিকা বিষয়ক গবেষণার জন্য

১৬. গত ১ বছরে ইসরায়েল ফিলিস্তিনে কতগুলি স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে?
A) ১০ হাজার
B) ২০ হাজার
C) ৩০ হাজার
D) ৪০ হাজারের বেশি

উত্তর: D) ৪০ হাজারের বেশি

১৭. নতুন মন্ত্রিপরিষদ সচিব কে হয়েছেন?
A) ড. শেখ আব্দুর রশিদ
B) ড. সাইফুল আলম
C) মো. সোহরাব হোসাইন
D) খলিলুর রহমান

উত্তর: A) ড. শেখ আব্দুর রশিদ

১৮. পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কাদের দেওয়া হয়েছে?
A) অ্যালেন এস. ক্লাইভ ও এরিক বেটজ
B) জন হপফিল্ড ও জেফরি এইচ. হিন্টন
C) পিটার হিগস ও ফ্রাঙ্ক উইলসন
D) ডেভিড জুলিয়াস ও মাইকেল ইয়ং

উত্তর: B) জন হপফিল্ড ও জেফরি এইচ. হিন্টন

১৯. জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন কেন নোবেল পুরস্কার পেয়েছেন?
A) নিউরাল নেটওয়ার্কের জন্য
B) ইলেক্ট্রনিক্সে অবদানের জন্য
C) কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য
D) কণিকা পদার্থবিজ্ঞানে অবদানের জন্য

উত্তর: C) কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য

২০. পিএসসি চেয়ারম্যান কবে মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন?
A) ৫ অক্টোবর ২০২৪
B) ৬ অক্টোবর ২০২৪
C) ৭ অক্টোবর ২০২৪
D) ৮ অক্টোবর ২০২৪

উত্তর: D) ৮ অক্টোবর ২০২৪

২১. হ্যারিকেন মিল্টন কোথায় আঘাত হানবে?
A) টেক্সাস
B) ক্যালিফোর্নিয়া
C) ফ্লোরিডা
D) নিউ ইয়র্ক

উত্তর: C) ফ্লোরিডার টাম্পা বে-তে

২২. বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ ‘সুর সম্রাট’ উপাধিতে ভূষিত হন?
A) ওস্তাদ আলাউদ্দিন খাঁ
B) ওস্তাদ আমজাদ আলী
C) ওস্তাদ বিলায়েত খাঁ
D) কাজী নজরুল ইসলাম

উত্তর: A) ওস্তাদ আলাউদ্দিন খাঁ (জন্ম: ৮ অক্টোবর, ১৮৬২)

২৩. ২০০৪ সালের জরিপ অনুযায়ী, সুন্দরবনে কতটি বাঘ ছিল?
A) ৩০০
B) ৩৫০
C) ৪৪০
D) ৫০০

উত্তর: C) ৪৪০টি

২৪. মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের (২য় সংশোধিত) প্রকল্পের কাজ পাচ্ছেন কোন দেশ?
A) চীন
B) ভারত
C) জাপান
D) দক্ষিণ কোরিয়া

উত্তর: C) জাপান

২৫. ২০২৫ সালের প্রভাবশালী মুসলিমদের মধ্যে ড. ইউনুসের অবস্থান কত?
A) ৩০তম
B) ৪০তম
C) ৫০তম
D) ৬০তম

উত্তর: C) ৫০তম (সূত্র: দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার)

২৬. ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন কারা?
A) জেমস পি. অ্যালিসন ও ডেভিড বাল্টিমোর
B) অ্যানড্রু জে. ফায়ার ও ক্রেইগ সি. মেলো
C) ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন
D) লুস মন্টাগনিয়ার ও ফ্রাঙ্ক উইলসন

উত্তর: C) ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন (দুজনই যুক্তরাষ্ট্রের, গবেষণা-MicroRNA)

২৭. IMF-এর ২০২৪ সালের মাথাপিছু জিডিপি অনুযায়ী বিশ্বের দরিদ্রতম দেশ কোনটি?
A) সোমালিয়া
B) ইয়েমেন
C) দক্ষিণ সুদান
D) সিরিয়া

উত্তর: C) দক্ষিণ সুদান

২৮. সম্প্রতি হারিকেন হেলেন কোন দেশে আঘাত হানে?
A) মেক্সিকো
B) কানাডা
C) যুক্তরাষ্ট্র
D) ব্রাজিল

উত্তর: C) যুক্তরাষ্ট্র (দেশটির আসন্ন ঘূর্ণিঘড়ের নাম- ‘মিল্টন’)

২৯. ‘খার্গ আইল্যান্ড’ কোন দেশে অবস্থিত?
A) সৌদি আরব
B) ইরাক
C) কাতার
D) ইরান

উত্তর: D) ইরান

৩০. দেশে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর কত জন?
A) ৪ জন
B) ৫ জন
C) ৬ জন
D) ৭ জন

উত্তর: C) ৬ জন

৩১. দেশে বর্তমানে সংবিধান সংস্কার কমিশন কত সদস্য বিশিষ্ট?
A) ৭
B) ৮
C) ৯
D) ১০

উত্তর: C) ৯ সদস্য

Share:

1 thought on “Daily Update MCQ 8 October 2024”

Leave a Comment

error: Content is protected !!