Daily Update MCQ 9 October 2024

Daily Update MCQ 9 October 2024

প্রশ্ন ১: নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব কে?

ক) ড. মো. আনোয়ার হোসেন
খ) ড. কামরুল ইসলাম
গ) ড. শেখ আব্দুর রশিদ
ঘ) ড. মশিউর রহমান

প্রশ্ন ২: ২০২৩-২৪ সালের বাঘ জরিপের তথ্য অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি?

ক) ১২০টি
খ) ১২৫টি
গ) ১৩০টি
ঘ) ১৩৫টি

প্রশ্ন ৩: প্রতি ১০০ বর্গকিলোমিটার বনে বাঘের ঘনত্ব কত?

ক) ২.৫৭
খ) ২.৬৪
গ) ২.৭১
ঘ) ২.৮০

প্রশ্ন ৪: বাঘ জরিপ করা হয় কোন পদ্ধতিতে?

ক) স্যাটেলাইট পদ্ধতিতে
খ) ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে
গ) জিপিএস ট্র্যাকিং পদ্ধতিতে
ঘ) ড্রোন পদ্ধতিতে

প্রশ্ন ৫: কালুরঘাট নতুন সেতু প্রকল্পটি (মোট ব্যয় ১১ হাজার ৫৬০ কোটি টাকা) একনেকে পাস হয় কবে?

ক) ৬ অক্টোবর
খ) ৭ অক্টোবর
গ) ৮ অক্টোবর
ঘ) ৯ অক্টোবর

প্রশ্ন ৬: চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কারা?

ক) জন হপফিল্ড (যুক্তরাষ্ট্র) ও জিওফ্রে হিনটন (কানাডা)
খ) এডভিন কার্লসন ও পিটার হিগস
গ) উইলিয়াম কেইলিন ও পিটার র্যাটক্লিফ
ঘ) জেমস পিবলস ও মাইকেল মায়র

প্রশ্ন ৭: এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হয় কোন আবিষ্কারের জন্য?

ক) নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংকে সক্ষম করে তোলার মৌলিক আবিষ্কার
খ) মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারের জন্য
গ) ব্ল্যাক হোলের অভ্যন্তরীণ গঠন
ঘ) কোয়ান্টাম কম্পিউটিংয়ের উন্নতির জন্য

প্রশ্ন ৮: বিশ্ব ডাক দিবস কবে পালন করা হয়?

ক) ৭ অক্টোবর
খ) ৮ অক্টোবর
গ) ৯ অক্টোবর
ঘ) ১০ অক্টোবর

প্রশ্ন ৯: সাহিত্যিক কাজী মোতাহার হোসেন কবে মৃত্যুবরণ করেন?

ক) ৮ অক্টোবর, ১৯৮১
খ) ৯ অক্টোবর, ১৯৮১
গ) ১০ অক্টোবর, ১৯৮১
ঘ) ১১ অক্টোবর, ১৯৮১

প্রশ্ন ১০: টিআইবির গবেষণা অনুযায়ী গত ১৪ বছরে শুধুমাত্র সড়ক উন্নয়ন প্রকল্পেই দুর্নীতি হয়েছে কত টাকা?

ক) ৫০ হাজার কোটি টাকা
খ) ৫১ হাজার কোটি টাকা
গ) ৫২ হাজার কোটি টাকা
ঘ) ৫৩ হাজার কোটি টাকা

প্রশ্ন ১১: সম্প্রতি উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে?

ক) নো কিয়ং চোল
খ) কিম ইয়ং হো
গ) লি কুং
ঘ) চো ইল হো

প্রশ্ন ১২: ২০২৪ সালে রসায়নবিজ্ঞানে নোবেল পেয়েছেন কারা?

ক) ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পার
খ) জেমস পিবলস, মাইকেল মায়র ও দিদিয়ের কেলোজ
গ) থমাস লিন্ডাল, পল মডরিচ ও আজিজ সাঙ্কার
ঘ) উইলিয়াম কেইলিন, গ্রেগ সেমেনজা ও পিটার র্যাটক্লিফ

প্রশ্ন ১৩: সম্প্রতি জাহাজে করে হজে যেতে পারবেন বাংলাদেশিরা বলে জানিয়েছে কে?

ক) ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন
খ) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান
গ) হজ মন্ত্রণালয়ের পরিচালক রফিকুল ইসলাম
ঘ) বাংলাদেশ নৌবাহিনীর উপদেষ্টা আনিসুল হক

প্রশ্ন ১৪: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?

ক) অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম
খ) অধ্যাপক ড. আনোয়ার হোসেন
গ) অধ্যাপক ড. মেহেদী হাসান
ঘ) অধ্যাপক ড. কায়সার আহমেদ

প্রশ্ন ১৫: সম্প্রতি পদত্যাগ করেছেন কারা?

ক) পিএসসি চেয়ারম্যানসহ ১২ সদস্য
খ) কেবিনেট সচিবসহ ১০ সদস্য
গ) পিএম অফিসের ৮ জন সদস্য
ঘ) নির্বাচন কমিশনের ৫ সদস্য

প্রশ্ন ১৬: ২০২৪ সালে নোবেল বিজয়ীদের আর্থিক পুরস্কারের পরিমাণ কত?

ক) ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা
খ) ৯০ লক্ষ সুইডিশ ক্রোনা
গ) ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা
ঘ) ৮০ লক্ষ সুইডিশ ক্রোনা

প্রশ্ন ১৭: কপ-২৯ সম্মেলনে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের কোন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে?

ক) লতিকা
খ) বর্ণ
গ) শিকড়
ঘ) অবিরাম

প্রশ্ন ১৮: উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ‘ক্রেসকোগ্রাফ’ কে আবিষ্কার করেন?

ক) বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু
খ) বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু
গ) বিজ্ঞানী মেঘনাদ সাহা
ঘ) বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়

প্রশ্ন ১৯: IMF-এর তথ্যমতে জিডিপিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

ক) যুক্তরাষ্ট্র
খ) চীন
গ) জাপান
ঘ) জার্মানি

প্রশ্ন ২০: ‘মিল্টন’ কী?

ক) তীব্র শক্তির হ্যারিকেনের নাম
খ) একটি আবহাওয়া পূর্বাভাসের নাম
গ) একটি ঝড়ের সরঞ্জামের নাম
ঘ) একটি কম্পিউটার মডেল

প্রশ্ন ২১: নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে?

ক) বদিউল আলম মজুমদার
খ) ড. আনিসুল হক
গ) ড. কামাল হোসেন
ঘ) ড. মিজানুর রহমান

প্রশ্ন ২২: বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কে?

ক) মাহমুদউল্লাহ রিয়াদ
খ) মুশফিকুর রহিম
গ) সাকিব আল হাসান
ঘ) তামিম ইকবাল
Share:

Leave a Comment

error: Content is protected !!