1.
একটি টেপ রেকর্ডার ৯৫০ টাকায় বিক্রয় করলে ৫% ক্ষতি হয়। ১০৪০ টাকায় বিক্রয় করলে লাভের হার হল?
2.
এক বিক্রেতা একটি দ্রব্য বিক্রয় করে ২৫% লাভ করে। যদি বিক্রয়মূল্য দ্বিগুণ করা হত তবে তার শতকরা কত লাভ হত?
3.
কোনো দ্রব্যকে ৩৪০ টাকার পরিবর্তে ৩৫০ টাকায় বিক্রয় করলে মোটের উপর ৫% বেশী হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
4.
একটি দ্রব্যের উপর লাভ ও বিক্রয়মূল্যের অনুপাত ১:৫। দ্রব্যটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত হবে?
5.
যদি তালিকা মূল্যে বিক্রি করলে একজন কম্পিউটার বিক্রেতার ২৫% লাভ হয়, তবে তালিকা মূল্যের উপর সর্বোচ্চ কত হারে ছাড় দিলে ঐ বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না?
6.
এক ব্যক্তি ১টি দ্রব্য ১০% ছাড়ে কিনে ১০% লাভে দ্রব্যটি বিক্রয় করল। তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
7.
২০% ডিসকাউন্ট এর পর একটি বইয়ের খরচ দাঁড়ায় ৪০০ টাকা। তবে বইটির প্রকৃত মূল্য কত?
8.
গ্রাহক ইসলামী ব্যাংকের নিকট থেকে ১০% লাভে ৫৫০০ টাকায় একটি গাভী ক্রয় করল। ব্যাংক কত টাকা দিয়ে গাভীটি ক্রয় করেছিল?
9.
এক ব্যক্তি ৩০০ টাকার একটা জিনিস ক্রয় করে ৬ মাস পর ৩২১ টাকায় বিক্রয় করলো। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
10.
এক ব্যবসায়ী ১৫০ টাকা দিয়ে কিছু পরিমাণ দ্রব্য কিনে। যদি ক্রয়মূল্যের উপর ১২% আনুষঙ্গিক খরচ করতে হয়, তাহলে ১০% লাভ করতে হলে ব্যবসায়ীকে জিনিসটি কত মূল্যে বিক্রি করতে হবে?
11.
লিখিত মূল্যের উপর পরপর দু-বার ১০% এবং ৫% ছাড় দেওয়ার পর দ্রব্যটির বিক্রয়মূল্য ১৭১ টাকা। হলে দ্রব্যটির লিখিত মূল্য কত ছিল?
12.
A একটি সাইকেল B-কে বিক্রয় করল ২০% লাভে। B সেটি C-কে বিক্রয় করল ২৫% লাভে। C সাইকেলটির জন্য ২২৫ টাকা দিল। A সাইকেলটি কত টাকায় কিনেছিল?
13.
বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য?
14.
একটি রেডিওর ক্রয়মূল্য ৪৫০ টাকা। রেডিওটি কত মূল্যে বিক্রয় করলে ১৮% লাভ হবে?
15.
এক দোকানদার ২০০ টাকায় একটি জিনিস কিনে খরিদ্দারকে ২৫% ছাড় দিয়ে ৩৫% লাভ করতে হলে, ওই জিনিসের লিখিত মূল্য কত হবে?
16.
একজন ব্যবসায়ী তার দ্রব্যের লিখিত মূল্য ক্রয়মূল্যের চেয়ে ২০% বেশী করে রাখে এবং ক্রেতাকে লিখিত মূল্যের ওপর ৫% ছাড় দেয়। তার শতকরা লাভের হার কত?
17.
ফাতিহা একটি দ্রব্য ৪০০০ টাকায় কিনে ৩৫% লাভে বিক্রি করল। সে এই বিক্রিত টাকায় অপর একটি দ্রব্য ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করল। মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হল?
18.
১টি দ্রব্য বিক্রয় ৮% লাভ হয়, কিন্তু দ্রব্যটিকে যদি ২৭ টাকা কমে বিক্রয় করা হয়, তবে ১০% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
19.
১২টি পেন্সিলের ক্রয়মূল্য ৮টি পেন্সিলের বিক্রয়মূল্যের সমান। লাভের হার কত?
20.
৩ টাকায় ১২টি কলা বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে ১০ টাকায় কতটি কলা বিক্রি করতে হবে?