Weekly Update Affairs 1 November 2024

Weekly Update Affairs 1 November 2024

প্রশ্ন: তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে কে?

উত্তর: হাফেজ মুয়াজ মাহমুদ।

প্রশ্ন: ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তর: বাংলাদেশ।

প্রশ্ন: ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন কে?

উত্তর: ঋতুপর্ণা চাকমা।

প্রশ্ন: আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর?

উত্তর: ১৩তম।

প্রশ্ন: বর্তমানে দেশে সরকারি, বেসরকারি, বিদেশি ও বিশেষায়িত মিলে মোট বাণিজ্যিক ব্যাংক কতটি রয়েছে?

উত্তর: ৬০টি।

প্রশ্ন: বিবিএসের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে কত?

উত্তর: যথাক্রমে ৫.২৭, ৩.৯৮ এবং ৩.৬৭ শতাংশ।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কত ডলার পোশাক রপ্তানি হয়?

উত্তর: ৩ হাজার ৬১৩ কোটি ডলার।

প্রশ্ন: ভলকার টুর্ক জাতিসংঘের কততম মানবাধিকার বিষয়ক হাইকমিশনার?

উত্তর: ৮ম।

প্রশ্ন: ‘পুয়ের্তো রিকো’ দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন?

উত্তর: যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: ২০২৪ সালের ‘ডি-৮’ এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ১৬-১৯ ডিসেম্বর, ২০২৪।

প্রশ্ন: বিশ্ব মিতব্যয়িতা দিবস এবং বিশ্ব শহর দিবস কবে পালিত হয়?

উত্তর: ৩১ অক্টোবর।

প্রশ্ন: নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ চ্যাম্পিয়ন কোন দেশ এবং রানার্সআপ কোন দেশ?

উত্তর: চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ নেপাল।

প্রশ্ন: ২০২৪ সালে বিজ্ঞানের তিন বিভাগে নোবেল পেয়েছেন কতজন বিজ্ঞানী?

উত্তর: ৭ জন বিজ্ঞানী।

প্রশ্ন: ২০২৪ সালে ব্যালন ডি’অর বর্ষসেরা গোলকিপার কে?

উত্তর: এমিলিয়ানো মার্তিনেজ।

প্রশ্ন: ২০২৪ সালে ব্যালন ডি’অর (পুরুষ) জয়ী কে এবং তার দল কোনটি?

উত্তর: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)।

প্রশ্ন: ‘Folklore Society’ কী?

উত্তর: বিদ্বানদের সমাজ।

প্রশ্ন: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা কে?

উত্তর: ঝাং ইমিং (চীনের শীর্ষ ধনী)।

প্রশ্ন: আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক কে?

উত্তর: অ্যামি পোপ।

প্রশ্ন: ‘Proletariat’ সাহিত্য বর্তমানে কোথায় আদৃত হচ্ছে?

উত্তর: আমেরিকায়।

প্রশ্ন: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে কত?

উত্তর: কমপক্ষে ৪ লাখ ৭৮ হাজার টাকা।

প্রশ্ন: সম্প্রতি ঢাকা সফর করেছেন কে?

উত্তর: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

প্রশ্ন: বাংলাদেশের আয়তনের এক-দশমাংশ নিয়ে গঠিত অঞ্চল কোনটি?

উত্তর: তিন পার্বত্য জেলা।

প্রশ্ন: এইচপিভি এর পূর্ণরূপ কী?

উত্তর: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।

প্রশ্ন: নারী সাফ ফুটবল ২০২৪-এ চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তর: বাংলাদেশ; নেপালকে ২-১ গোলে হারিয়ে।

প্রশ্ন: বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক কে?

উত্তর: সাবিনা খাতুন।

প্রশ্ন: দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে নামকরণ করা হয়েছে কী নামে?

উত্তর: সংশ্লিষ্ট জেলার নামে।

প্রশ্ন: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর বিজনেস ডেভেলপমেন্ট প্রধান কে?

উত্তর: নাহিয়ান রহমান (বাসস)।

প্রশ্ন: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সদস্যের সংখ্যা কত?

উত্তর: ৬ জন।

প্রশ্ন: নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কতবার?

উত্তর: সর্বোচ্চ চারবার।

প্রশ্ন: অন্তর্বর্তী সরকারের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন কে?

উত্তর: উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রশ্ন: সম্প্রতি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কোন দেশ?

উত্তর: উত্তর কোরিয়া।

প্রশ্ন: সম্প্রতি শক্তিশালী টাইফুন ‘কং-রে’ কোন দেশে আঘাত আনে?

উত্তর: তাইওয়ানে।

প্রশ্ন: যুক্তরাষ্ট্র নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা কয়টি?

উত্তর: ৫৩৮টি।

প্রশ্ন: সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট জাতিসংঘের কোন সংস্থাকে নিষিদ্ধ করেছে?

উত্তর: ইউএনআরডব্লিউএ (ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা)।

প্রশ্ন: বেসিসের নতুন সভাপতি কে?

উত্তর: এম রাশিদুল হাসান।

প্রশ্ন: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে জন্য অনুসন্ধান (সার্চ) কমিটির সভাপতি কে?

উত্তর: বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

প্রশ্ন: বিবিএসের তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের শিল্পখাতে প্রবৃদ্ধি হয়েছে কত?

উত্তর: ৩.৯৮ শতাংশ।

প্রশ্ন: বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ?

উত্তর: বাংলাদেশ।

প্রশ্ন: আইএমএফ-এর তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে?

উত্তর: ৪.৫ শতাংশ।

প্রশ্ন: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের নাম কী?

উত্তর: ফলকার তুর্ক।

প্রশ্ন: বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো বাস রপ্তানি করে?

উত্তর: ভুটান। রপ্তানিকারক প্রতিষ্ঠান: ইফাদ অটোস লিমিটেড।

প্রশ্ন: রাশিয়ায় BRICS-এর ১৬তম শীর্ষ সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে?

উত্তর: ৩৬।

প্রশ্ন: লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ’র নতুন প্রধান কে?

উত্তর: নাইম কাসেম।

প্রশ্ন: ২০২৪ মেয়েদের ব্যালন ডি’অর কে জিতেছেন?

উত্তর: আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)।

প্রশ্ন: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় একটি কার্যালয় করতে যাচ্ছে কোন সংস্থা?

উত্তর: জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

প্রশ্ন: ২০২৪ ছেলেদের ব্যালন ডি’অর কে জিতেছেন?

উত্তর: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)।

প্রশ্ন: গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের রেপ্লিকা’ রাখার নির্দেশ প্রদান করেছেন কে?

উত্তরঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (সূত্রঃ বাসস)।

প্রশ্ন: সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দুটি দল মুখোমুখি হবে?

উত্তর: বাংলাদেশ ও নেপাল।

প্রশ্ন: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সকল শ্রেণির বইগুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর অংশে স্বাধীনতার ঘোষক হিসেবে কাকে যুক্ত করা হয়েছে?

উত্তরঃ জিয়াউর রহমানের নাম। (সূত্রঃ দ্যা ডেইলি ক্যাম্পাস)।

প্রশ্ন: সম্প্রতি পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কে?

উত্তরঃ গ্যারি কারস্টেন।

প্রশ্ন: সম্প্রতি মৌসুমি ঝড় ‘ট্রামি’ কোন দেশে আঘাত হানে?

উত্তরঃ ফিলিপাইন।

প্রশ্ন: বাংলাদেশে কিডনি রোগে ভুগছে কতজন শিশু?

উত্তরঃ প্রায় ৫০ লাখ শিশু (সূত্রঃ বাসস)।

প্রশ্ন: বাংলা একাডেমির নতুন সভাপতির নাম কী?

উত্তর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের নাম কী?

উত্তর: ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান।

প্রশ্ন: সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টাকে কী উপহার দেন?

উত্তর: কাবা শরীফের গিলাফ।

প্রশ্ন: বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে?

উত্তর: ৫.২ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হবে।

প্রশ্ন: বর্তমানে দেশে কতটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে?

উত্তর: ২৪টি (জেলা সদর হাসপাতাল ১১টি)।

প্রশ্ন: বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কী?

উত্তর: মাইকেল মিলার।

প্রশ্ন: কতটি উদ্দেশ্য নিয়ে জার্মানির বার্লিনে ‘বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত হয়?

উত্তর: ৭টি।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি?

উত্তর: ভারত।

প্রশ্ন: বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশের নাম কী?

উত্তর: জাপান।

প্রশ্ন: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতির নাম কী?

উত্তর: তাবিব আউয়াল।

প্রশ্ন: জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের কতজন নারী ও কন্যাশিশু যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে?

উত্তর: ৬০ কোটির বেশি।

প্রশ্ন: কমনওয়েলথের নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন –

উত্তরঃ শার্লি আয়োরকর বচওয়েক। (ঘানার পররাষ্ট্রমন্ত্রী)

প্রশ্ন: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কে?

উত্তরঃ জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রশ্ন: পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক –

উত্তরঃ মোহাম্মদ রিজওয়ান।

প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪ কবে ও কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৩-১৫ অক্টোবর, বার্লিনে।

প্রশ্ন: ইসরায়েল ইরানে কবে হামলা করে?

উত্তর: ২৫ অক্টোবর দিবাগত রাতে।

প্রশ্ন: দেশের সর্বশেষ (২৯তম) গ্যাসক্ষেত্রের নাম কী?

উত্তর: ইলিশা-১।

প্রশ্ন: বর্তমানে দেশে কতটি শিশু বিকাশ কেন্দ্র রয়েছে?

উত্তর: ৩৫টি। (স্বাস্থ্য অধিদপ্তর)

Question: Who won first place in the Quran competition in Turkey?

Answer: Hafiz Muaz Mahmud.

Question: Which country won the 2024 SAFF Women’s Championship?

Answer: Bangladesh.

Question: Who won the Best Player award in the 2024 SAFF Women’s Championship?

Answer: Rituparna Chakma.

Question: Ahsan H Mansur is the how-many-th governor of Bangladesh Bank?

Answer: 13th.

Question: How many commercial banks are there currently in the country, including public, private, foreign, and specialized banks?

Answer: 60.

Question: According to BBS, what were the growth rates in agriculture, industry, and service sectors in the fourth quarter of the 2023-24 fiscal year?

Answer: 5.27%, 3.98%, and 3.67%, respectively.

Question: According to the Bangladesh Bank report, what was the export amount of garments in the 2023-24 fiscal year?

Answer: $36.13 billion.

Question: Volker Turk is the how-many-th UN High Commissioner for Human Rights?

Answer: 8th.

Question: Which country has jurisdiction over the island of Puerto Rico?

Answer: United States.

Question: When will the 2024 D-8 Summit take place?

Answer: December 16-19, 2024.

Question: When are World Thrift Day and World Cities Day observed?

Answer: October 31.

Question: In the 2024 SAFF Women’s Championship, which country is the champion and which is the runner-up?

Answer: Champion: Bangladesh; Runner-up: Nepal.

Question: How many scientists received the Nobel Prize in the three science fields in 2024?

Answer: Seven scientists.

Question: Who won the 2024 Ballon d’Or for Best Goalkeeper?

Answer: Emiliano Martinez.

Question: Who won the 2024 Ballon d’Or (men), and which team does he play for?

Answer: Rodri (Spain, Manchester City).

Question: What is the Folklore Society?

Answer: A society of scholars.

Question: Who is the co-founder of ByteDance, the parent company of TikTok?

Answer: Zhang Yiming (China’s top billionaire).

Question: Who is the Director-General of the International Organization for Migration (IOM)?

Answer: Amy Pope.

Question: Where is proletariat literature currently appreciated?

Answer: In the United States.

Question: What is the minimum cost of performing Hajj under the government arrangement this year?

Answer: At least 478,000 BDT.

Question: Who recently visited Dhaka?

Answer: Volker Turk, UN High Commissioner for Human Rights.

Question: Which region comprises one-tenth of Bangladesh’s area?

Answer: The three hill districts.

Question: What is the full form of HPV?

Answer: Human Papillomavirus.

Question: Which country won the 2024 Women’s SAFF Football Championship?

Answer: Bangladesh; defeated Nepal 2-1.

Question: Who is the captain of the Bangladesh women’s football team?

Answer: Sabina Khatun.

Question: What names were given to the six public medical colleges in Bangladesh?

Answer: Named after the respective districts.

Question: Who is the head of Business Development at the Bangladesh Investment Development Authority (BIDA)?

Answer: Nahian Rahman (BSS).

Question: How many members are there in the Search Committee for forming the Election Commission?

Answer: Six members.

Question: According to the new policy, how many times can a student attempt the BCS exam?

Answer: A maximum of four times.

Question: Who will perform the administrative and financial duties of the Speaker in the interim government?

Answer: Adviser Dr. Asif Nazrul.

Question: Which country recently tested a long-range ballistic missile?

Answer: North Korea.

Question: Which country was recently struck by the powerful Typhoon Kong-rey?

Answer: Taiwan.

Question: How many votes are there in total in the US Electoral College?

Answer: 538.

Question: Which UN agency was recently banned by the Israeli Parliament?

Answer: UNRWA (United Nations Relief and Works Agency for Palestine Refugees).

Question: Who is the new president of BASIS?

Answer: M Rashidul Hasan.

Question: Who is the head of the Search Committee for forming the new Election Commission (EC)?

Answer: Justice Zubair Rahman Chowdhury.

Question: According to BBS, what was the growth rate in the industry sector in the fourth quarter of the 2023-24 fiscal year?

Answer: 3.98%.

Question: Which country will be the next chair of BIMSTEC?

Answer: Bangladesh.

Question: According to IMF, what is the projected GDP growth rate for the 2024-25 fiscal year?

Answer: 4.5%.

Question: Who is the United Nations High Commissioner for Human Rights?

Answer: Volker Turk.

Question: Which country did Bangladesh export buses to for the first time?

Answer: Bhutan; exporter: Ifad Autos Ltd.

Question: How many countries participated in the 16th BRICS summit in Russia?

Answer: 36.

Question: Who is the new head of Lebanon’s militant group Hezbollah?

Answer: Naim Qassem.

Question: Who won the Women’s Ballon d’Or in 2024?

Answer: Aitana Bonmati (Spain, Barcelona).

Question: Which organization is planning to set up an office in Dhaka to monitor the human rights situation in Bangladesh?

Answer: United Nations Human Rights Council.

Question: Who won the Men’s Ballon d’Or in 2024?

Answer: Rodri (Spain, Manchester City).

Question: Who gave instructions to place a replica of the “Aynaghar” at Ganabhaban Museum?

Answer: Chief Adviser Professor Dr. Muhammad Yunus (source: BSS).

Question: Which teams will face off in the final of the SAFF Women’s Championship?

Answer: Bangladesh and Nepal.

Question: Who has been added as the declarant of independence in the liberation history section of all class books for the 2024-25 academic year?

Answer: Ziaur Rahman (source: The Daily Campus).

Question: Who recently resigned as the head coach of Pakistan?

Answer: Gary Kirsten.

Question: Which country was recently hit by the seasonal storm “Trami”?

Answer: Philippines.

Question: How many children in Bangladesh are affected by kidney disease?

Answer: Approximately 5 million children (source: BSS).

Question: Who is the new president of Bangla Academy?

Answer: Professor Abul Kasem Fazlul Haque.

Question: Who is the Saudi ambassador to Bangladesh?

Answer: Esha Yousif Esha Al-Duhailan.

Question: What gift did the Saudi ambassador recently present to the interim government’s religious adviser?

Answer: Kiswa of the Kaaba.

Question: According to the World Bank’s forecast, what will Bangladesh’s GDP growth rate be in the 2024-25 fiscal year?

Answer: Expected to decline from 5.2% to 4%.

Question: How many government medical college hospitals are currently in the country?

Answer: 24 (11 are district-level hospitals).

Question: Who is the European Union ambassador to Bangladesh?

Answer: Michael Miller.

Question: How many objectives are being pursued at the 2024 World Health Summit in Berlin?

Answer: Seven.

Question: Which country is the world’s largest rice exporter?

Answer: India.

Question: Which country is Bangladesh’s largest loan provider?

Answer: Japan.

Question: Who is the new president of the Bangladesh Football Federation (BFF)?

Answer: Tabib Awal.

Question: According to the UN, how many women and girls worldwide have been affected by the impact of war?

Answer: Over 600 million.

Question: Who has been elected as the new Secretary-General of the Commonwealth?

Answer: Shirley Ayorkor Botchwey (Ghana’s Foreign Minister).

Question: Who is the new president of the Bangladesh Olympic Association?

Answer: General Wakar-Uz-Zaman.

Question: Who is the new ODI and T20 captain of Pakistan?

Answer: Mohammad Rizwan.

Question: When and where was the 2024 World Health Summit held?

Answer: October 13-15, Berlin.

Question: When did Israel attack Iran?

Answer: On the night of October 25.

Question: What is the name of the latest (29th) gas field in the country?

Answer: Ilisha-1.

Question: How many child development centers are currently in the country?

Answer: 35 (Department of Health).

Share:

Leave a Comment

error: Content is protected !!