Weekly Update Affairs 11 October 2024
Weekly Update Affairs 11 October 2024
প্রশ্ন: ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার কোন সংস্থা পেয়েছে?
উত্তর: ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে Nihon Hidankyo, যা হিরোশিমা ও নাগাসাকি পারমাণবিক বোমার হামলার বেঁচে থাকা ব্যক্তিদের একটি সংগঠন। তারা পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদানের জন্য পুরস্কৃত হয়েছে।
প্রশ্ন: ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার কারা পেয়েছেন এবং কেন?
উত্তর: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৪ পেয়েছেন ভিক্টর অ্যামব্রস এবং গ্যারি রুভকুন। তারা মাইক্রোআরএনএ (microRNA) আবিষ্কারের জন্য পুরস্কৃত হয়েছেন, যা জীবের জিন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন: পদার্থবিজ্ঞানে ২০২৪ সালের নোবেল পুরস্কার কারা পেয়েছেন এবং তাদের কাজ কী ছিল?
উত্তর: পদার্থবিজ্ঞানে ২০২৪ সালের নোবেল পুরস্কার পেয়েছেন জন জে. হপফিল্ড এবং জিওফ্রি ই. হিন্টন। তারা কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের বিকাশে অসাধারণ অবদান রেখেছেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে সাহায্য করেছে।
প্রশ্ন: ২০২৪ সালের নোবেল রসায়ন পুরস্কার কোন গবেষণার জন্য দেওয়া হয়েছে?
উত্তর: নোবেল রসায়ন পুরস্কার ২০২৪ পেয়েছেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, এবং জন এম. জাম্পার। তাদের কাজ প্রোটিন ফোল্ডিং এবং প্রোটিনের গঠন পূর্বাভাস নিয়ে, যা জীববিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে।
প্রশ্ন: ২০২৪ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
উত্তর: ২০২৪ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। তার গভীর কবিতামূলক গদ্য যা ঐতিহাসিক ট্রমা এবং মানব জীবনের ভঙ্গুরতাকে তুলে ধরে।
প্রশ্ন: সম্প্রতি বাংলা ভাষাকে ভারত কোন ভাষার স্বীকৃতি দিয়েছে?
উত্তর: ধ্রুপদি ভাষার।
প্রশ্ন: ২০২৫ সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী সভাপতি হবে-
উত্তর: মালয়েশিয়া।
প্রশ্ন: ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৪’ এর প্রতিপাদ্য কী?
উত্তর: “শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।”
প্রশ্ন: সম্প্রতি ফিলিস্তিনের কে ‘রাইট লাইভলিহুড’ পুরস্কার পেয়েছেন?
উত্তরঃ ইসা আমরো (৪৪)। [অধিকারকর্মী]
প্রশ্ন: নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন?
উত্তরঃ ১০ লাখ টাকা। (বাংলাদেশ ব্যাংক)
প্রশ্ন: মালয়েশিয়ায় কতজন নিবন্ধিত বাংলাদেশি কর্মী আছেন?
উত্তর: মালয়েশিয়ায় নিবন্ধিত বাংলাদেশি কর্মীর সংখ্যা ১২ লাখ ১৫ হাজার ৫৩৬ জন।
প্রশ্ন: মোট কতটি বাংলাদেশি পণ্য জি আই সনদ পেয়েছে?
উত্তর: মোট ৪৩টি।
প্রশ্ন: বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের অবস্থান কোথায়?
উত্তর: চতুর্থ সারিতে।
প্রশ্ন: বিশ্বব্যাংকের ‘বিজনেস রেডি’ প্রতিবেদন কোন প্রতিবেদনের বিকল্প?
উত্তর: ‘ইজ অব ডুয়িং বিজনেস’।
প্রশ্ন: তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে কোন দেশ বাদ দিয়েছে?
উত্তর: রাশিয়া
প্রশ্ন: বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার (দাবা) কে?
উত্তর: মনন রেজা।
প্রশ্ন: বাংলাদেশে প্রথমবারের মতো ইউনেস্কো-হামদান পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)।
প্রশ্ন: ২০২৪ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?
উত্তর: উজবেকিস্তান।
প্রশ্ন: বাংলাদেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ৫৫টি।
প্রশ্ন: বাংলাদেশের মোট কতটি পণ্য জিআই সনদ পেয়েছে?
উত্তর: ৪৩টি (সেপ্টেম্বর পর্যন্ত)।
প্রশ্ন: বিশ্বব্যাংকে প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের স্কোর কত?
উত্তর: ৫৩.৮৬ পয়েন্ট (১০০ এর মধ্যে)।
প্রশ্ন: বাংলাদেশে কত সালে ভৌগলিক নির্দেশক পণ্য আইন করা হয়?
উত্তর: ২০১৩ সাল।
প্রশ্ন: বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি কে?
উত্তর: মার্ক জাকারবার্গ। (সূত্র: ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স)
প্রশ্ন: জাতিসংঘের ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারা আছে কতটি?
উত্তর: ৩০টি।
প্রশ্ন: ২০২৪ সালে ‘এসসিও’ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ইসলামাবাদ, পাকিস্তান।
প্রশ্ন: ‘নর্থারো’ কী?
উত্তর: লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান।
প্রশ্ন: সম্প্রতি আইএসও সনদ অর্জন করেছে কোন মন্ত্রণালয়?
উত্তর: অর্থ মন্ত্রণালয়।
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট কয়টি?
উত্তর: সাতটি।
প্রশ্ন: বিশ্বব্যাংকের প্রতিবেদনে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কোথায়?
উত্তর: চতুর্থ সারিতে।
প্রশ্ন: ক্যানসার সচেতনতায় অবদান রাখায় ‘গোলাপি মানব’ খেতাব পেয়েছেন কে?
উত্তর: অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার।
প্রশ্ন: সম্প্রতি, পৃথিবীর দিকে ধেয়ে আসা শক্তিশালী সৌরচ্ছটা কোন শ্রেণীভুক্ত?
উত্তর: ‘এক্স ৯.০’।
প্রশ্ন: ‘সেন্টকম’ কী?
উত্তর: মার্কিন সামরিক বাহিনী।
প্রশ্ন: WIPO-এর বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০৬ তম। (১৩৩টি দেশের মধ্যে)
প্রশ্ন: বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ এ শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তর: সুইজারল্যান্ড।
প্রশ্ন: বছরের কোন দিন থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়?
উত্তর: অক্টোবর মাসের ৭ তারিখ থেকে।
প্রশ্ন: কতটি প্রবালদ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত?
উত্তর: প্রায় ১২০০টি।
প্রশ্ন: হাইফা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
উত্তর: ইসরাইল।
প্রশ্ন: প্রধান উপদেষ্টার বাসভবনের নাম কি?
উত্তর: যমুনা।
প্রশ্ন: কোন দেশের নিকট থেকে যুক্তরাষ্ট্র লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে নেয়?
উত্তর: ফ্রান্স।
প্রশ্ন: এআইএমএফ মতে, ২০২৪ সালে বিশ্বের দরিদ্রতম দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান।
প্রশ্ন: দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে অনার্স কোর্স চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: গ্রিন ইউনিভার্সিটি।
প্রশ্ন: সম্প্রতি (০৮ অক্টোবর ২০২৪) টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কোন ক্রিকেটার?
উত্তর: মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রশ্ন: বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি?
উত্তর: ১২৫টি। (সূত্র: বন বিভাগের ২০২৪ সালের জরিপ)
প্রশ্ন: ‘মাইক্রোআরএনএ’ (MicroRNA) কী?
উত্তর: একক স্ট্র্যান্ডেড নন-কোডিং আরএনএ অণু।
প্রশ্ন: দেশে বর্তমানে সংবিধান সংস্কার কমিশন কত সদস্য বিশিষ্ট?
উত্তর: নয় সদস্য।
প্রশ্ন: দেশে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর কত জন?
উত্তর: ৬ জন।
প্রশ্ন : নতুন মন্ত্রিপরিষদ সচিব কে হয়েছেন?
উত্তর: ড. শেখ আব্দুর রশিদ।
প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
প্রশ্ন : IMF-এর তথ্যমতে জিডিপিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র। (২য় চীন)
প্রশ্ন : ‘মিল্টন’ কী?
উত্তর: তীব্র শক্তির হ্যারিকেনের নাম।
প্রশ্ন: নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে?
উত্তর: বদিউল আলম মজুমদার।
প্রশ্ন : বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কে?
উত্তর: মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রশ্ন: ‘চতুর্থ মিডিয়া অলিম্পিয়াড ২০২৪’ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তর: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রশ্ন: হেয়ার রোডের শ্বেতশুভ্র ভবনটি কী হিসেবে সংরক্ষিত হবে?
উত্তর: পুরাকীর্তি।
প্রশ্ন: শ্বেতশুভ্র ভবনটির বয়স কত বছরের বেশি?
উত্তর: ১১৬ বছর।
প্রশ্ন: আইএমএফ এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি?
উত্তর: লুক্সেমবার্গ।
প্রশ্ন: বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৪ শতাংশ।
প্রশ্ন: তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: কাইস সাঈদ।
Weekly Update Affairs In English 11 October 2024
Question: Which organization won the Nobel Peace Prize in 2024?
Answer: The Nobel Peace Prize 2024 was awarded to Nihon Hidankyo, an organization of survivors of the Hiroshima and Nagasaki atomic bombings. They were recognized for raising awareness against nuclear weapons and their contribution to global peace.
Question: Who won the Nobel Prize in Medicine in 2024 and why?
Answer: The Nobel Prize in Medicine 2024 was awarded to Victor Ambros and Gary Ruvkun for their discovery of microRNA, which plays a crucial role in gene regulation.
Question: Who won the Nobel Prize in Physics in 2024, and what was their contribution?
Answer: The Nobel Prize in Physics 2024 was awarded to John J. Hopfield and Geoffrey E. Hinton for their groundbreaking contributions to the development of artificial neural networks, which have significantly advanced artificial intelligence.
Question: What was the Nobel Prize in Chemistry in 2024 awarded for?
Answer: The Nobel Prize in Chemistry 2024 was awarded to David Baker, Demis Hassabis, and John M. Jumper for their work on protein folding and predicting protein structures, which has revolutionized biology.
Question: Who won the Nobel Prize in Literature in 2024?
Answer: The Nobel Prize in Literature 2024 was awarded to South Korean author Han Kang, known for her poetic prose that explores historical trauma and the fragility of human life.
Question: What recognition did India give the Bengali language recently?
Answer: India recognized Bengali as a classical language.
Question: Who will be the next chair of ASEAN starting in January 2025?
Answer: Malaysia.
Question: What is the theme for World Teachers’ Day 2024?
Answer: “The Voice of Teachers; New Social Contract for Education.”
Question: Which Palestinian received the ‘Right Livelihood’ award recently?
Answer: Issa Amro (44), a human rights activist.
Question: What is the loan limit for expatriates under the new policy?
Answer: 1 million BDT (Bangladesh Bank).
Question: How many registered Bangladeshi workers are in Malaysia?
Answer: 1,215,536.
Question: How many Bangladeshi products have received GI certification?
Answer: 43 products.
Question: What is Bangladesh’s position in international trade, according to the World Bank’s new report?
Answer: In the fourth tier.
Question: The World Bank’s ‘Business Ready’ report replaces which previous report?
Answer: ‘Ease of Doing Business.’
Question: Which country removed the Taliban from its terrorist list?
Answer: Russia.
Question: Who is Bangladesh’s youngest international chess master?
Answer: Monon Reza.
Question: Which institution in Bangladesh received the UNESCO-Hamdan Prize for the first time?
Answer: Good Neighbors Bangladesh (GNB).
Question: Which country will host the FIFA Futsal World Cup 2024?
Answer: Uzbekistan.
Question: How many public universities are there in Bangladesh?
Answer: 55.
Question: How many GI-certified products are there in Bangladesh?
Answer: 43 (as of September).
Question: What is Bangladesh’s score in international trade, according to the World Bank?
Answer: 53.86 points (out of 100).
Question: In which year was the Geographical Indications (GI) Act enacted in Bangladesh?
Answer: 2013.
Question: Who is currently the second-richest person in the world?
Answer: Mark Zuckerberg (Source: Bloomberg Billionaire Index).
Question: How many articles are there in the Universal Declaration of Human Rights, as declared by the United Nations?
Answer: 30 articles.
Question: Where will the 2024 SCO summit be held?
Answer: Islamabad, Pakistan.
Question: What is ‘Northero’?
Answer: An Israeli military operation in Lebanon.
Question: Which ministry recently obtained ISO certification?
Answer: The Ministry of Finance.
Question: How many denominations of banknotes are currently in circulation in Bangladesh?
Answer: Seven.
Question: What was Bangladesh’s position in international trade according to the World Bank report?
Answer: Fourth tier.
Question: Who received the title of ‘Pink Man’ for contributions to cancer awareness?
Answer: Professor Md. Habibullah Talukder.
Question: What classification does the recent powerful solar flare belong to?
Answer: ‘X 9.0.’
Question: What is ‘CENTCOM’?
Answer: United States Central Command.
Question: According to the WIPO Global Innovation Index 2024, what is Bangladesh’s position?
Answer: 106th (out of 133 countries).
Question: Which country tops the Global Innovation Index 2024?
Answer: Switzerland.
Question: On which day of the year are the names of Nobel laureates announced?
Answer: From October 7th.
Question: How many coral islands make up the Maldives?
Answer: Approximately 1,200.
Question: Where is the Haifa seaport located?
Answer: Israel.
Question: What is the official residence of the Chief Advisor called?
Answer: Jamuna.
Question: From which country did the United States purchase Louisiana?
Answer: France.
Question: According to the IMF, which is the world’s poorest country in 2024?
Answer: South Sudan.
Question: Which university in Bangladesh has launched the first honors course in Artificial Intelligence?
Answer: Green University.
Question: Which Bangladeshi cricketer recently announced his retirement from T20 cricket (October 8, 2024)?
Answer: Mahmudullah Riyad.
Question: How many tigers are currently in the Sundarbans?
Answer: 125 (according to the 2024 survey by the Forest Department).
Question: What is ‘microRNA’?
Answer: A single-stranded non-coding RNA molecule.
Question: How many members are in the current constitutional reform commission in Bangladesh?
Answer: Nine members.
Question: How many prosecutors are currently serving in the International Crimes Tribunal of Bangladesh?
Answer: Six.
Question: Who is the new Cabinet Secretary of Bangladesh?
Answer: Dr. Sheikh Abdur Rashid.
Question: Who has been appointed as the new Chairman of the Bangladesh Public Service Commission (PSC)?
Answer: Professor Dr. Mobasser Monem.
Question: According to the IMF, which country has the world’s highest GDP?
Answer: The United States (2nd China).
Question: What is ‘Milton’?
Answer: The name of a powerful hurricane.
Question: Who is the head of the Election System Reform Commission?
Answer: Badiul Alam Majumdar.
Question: Who has played the most matches in international T20 cricket for Bangladesh?
Answer: Mahmudullah Riyad.
Question: Where is the ‘Fourth Media Olympiad 2024’ going to be held?
Answer: Manarat International University.
Question: What will the white building on Hare Road be preserved as?
Answer: A heritage site.
Question: How old is the white building on Hare Road?
Answer: Over 116 years.
Question: According to the IMF, which country is the richest in the world in 2024?
Answer: Luxembourg.
Question: According to the World Bank forecast, what is Bangladesh’s expected economic growth rate for the fiscal year 2024-25?
Answer: 4%.
Question: Who has been elected as the new president of Tunisia?
Answer: Kais Saied.