Weekly Update Affairs 20 September 2024

Weekly Update Affairs 20 September 2024

Weekly Update Affairs 20 September 2024

# জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে?

✏️ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

# আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কী?

✏️ শ্রী বিজয় পুরম ।

# পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম কী?

✏️ সালিমা ইমতিয়াজ।

# এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে নতুন কান্ট্রি ডিরেক্টর কে?

✏️ হোয়ে ইউন জিয়ং।

# বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

✏️ ২০০ নটিক্যাল মাইল।

# যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

✏️ ডোনাল্ড লু।

# ‘জাক্সার’ কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?

✏️ জাপান

# সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ লোৎসে জয় করেন কে?

✏️ বাবর আলী

# বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান কত?

✏️ ৩য়

# “মেগাফোন কূটনীতি” কী?

✏️ সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কী ধরণের বক্তব্য ও বিবৃতি TV চ্যানেলে দেয় তা নজর রাখা।

# অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং শাখার নাম কী?

✏️ AWS (অ্যামাজন ওয়েব সার্ভিসেস)।

# পেটের অ্যাসিডিটির জন্য কোন এসিড দায়ী?

✏️ HCI

# উপকূলীয় অঞ্চলে মাটির PH এর মাত্রা কত?

✏️৭-৮.৫।

# বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ?

✏️ ৮৬ শতাংশ।

# কোন খাদ্যটিকে ‘সবজি মাংস’ বলা হয়?

✏️ মাশরুম।

# ‘চামরান-১’ কী?

✏️ মহাকাশে গবেষণার জন্য ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্যাটেলাইট।

# সম্প্রতি ভারত বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে?

✏️ ২০০ একর।

# সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেওয়া দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কী?

✏️ অরবিন্দ কেজরিওয়াল।

# চ্যাটজিপিটির নতুন সংস্করণটির নাম কী?

✏️ ওপেনএআই ও১।

# ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ কত কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে?

✏️ ৭২৯ কোটি ডলার।

# ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশের নাম কী?

✏️ ভারত। (বাংলাদেশ ৩৫তম)

# বিশ্বের মোট কতটি দেশে ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হয়?

✏️ ১৫১টি।

# সম্প্রতি আইসিসির ‘কোচিং লেভেল-৩ কোর্সের’ স্বীকৃতি পাওয়া বাংলাদেশি সাবেক ক্রিকেটারের নাম কী?

✏️মোহাম্মদ আশরাফুল।

# বাংলাদেশে ‘মহান শিক্ষা দিবস’ কবে পালিত হয়?

✏️ ১৭ সেপ্টেম্বর।

# বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে?

✏️ অজয় বাঙ্গা (ভারতীয় বংশোদ্ভূত)।

# বাংলাদেশে অবস্থিত চীনের রাষ্ট্রদূতের নাম কী?

✏️ ইয়াও ওয়েন।

# জনপ্রশাসন মন্ত্রণালয় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে কবে?

✏️ ১৭ সেপ্টেম্বর ২০২৪।

# বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সম্প্রতি ভারত সীমান্তে কী মোতায়েন করেছে?

✏️ মৌমাছি।

# বিশ্বে সর্বপ্রথম এমপক্সের টিকা পাওয়া দেশের নাম কী?

✏️ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো।

# জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বর্তমান চেয়ারপারসন কে?

✏️ ড. মুহাম্মদ ইউনূস।

# ‘ওশান-২০২৪’ কী?

✏️ আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া।

# কোন দেশ জাতিসংঘের পূর্ণসদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পেল?

✏️ ফিলিস্তিন।

# সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন?

✏️ মাহমুদ হোসেন খান দুলাল। (ক্রীড়া সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা এটি)

# WHO কর্তৃক অনুমোদিত প্রথম মাস্কিপক্সের টীকার নাম কী?

✏️ এমভিএ-বিএন।

# ‘দেশে বিদেশে’ ভ্রমণ কাহিনির রচয়িতা কে?

✏️ সৈয়দ মুজতবা আলী। (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯০৪)

# IMF এর হিসেবে বর্তমান দেশের রিজার্ভের পরিমাণ কত?

✏️ ১৯.৪৪ বিলিয়ন ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

# সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে?

✏️ সৌদি আরব।

# সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘ফ্লোর ক্রসিং’ নিয়ে বলা হয়েছে?

✏️ ৭০ নং অনুচ্ছেদে।

# দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে?

✏️ ইফতেখারুজ্জামান।

# নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে?

✏️ বদিউল আলম মজুমদার।

# পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?

✏️ সফর রাজ হোসেন।

# বুয়েটের নতুন উপাচার্যের নাম কী?

✏️ আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

# সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক AI অলিম্পিয়াডে বাংলাদেশের অজর্ন কী?

✏️ দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক।

Weekly Update Affairs 20 September 2024 in English

# Where will the 79th General Session of the United Nations be held?

✏️ New York, USA.

# What is the new name of the capital of Andaman and Nicobar Islands?

✏️ Shri Vijay Puram.

# What is the name of Pakistan’s first woman umpire?

✏️ Salima Imtiaz.

# Asian Development Bank (ADB) who is the new country director in Bangladesh?

✏️ Hoe Yoon Jeong.

# What is the economic sea limit of Bangladesh?

✏️ 200 nautical miles.

# What is the name of the US Assistant Secretary of State for South and Central Asia?

✏️ Donald Lu.

# ‘Jaxar’ ​​which country’s space research center?

✏️ Japan

# Who recently conquered the world’s fourth highest mountain Lotse as the first Bangladeshi?

✏️ Babar Ali

# What is the current position of Bangladesh in sending UN peacekeepers?

✏️ 3rd

# What is “megaphone diplomacy”?

✏️ Monitoring what kind of statements and statements are made by the government and prominent people on TV channels.

# What is the name of Amazon’s cloud computing branch?

✏️ AWS (Amazon Web Services).

# Which acid is responsible for stomach acidity?

✏️ HCI

# What is the PH level of the soil in coastal areas?

✏️7-8.5.

# What is the percentage of Bangladesh’s contribution to hilsa production in the world?

✏️ 86 percent.

# Which food is called ‘vegetable meat’?

✏️ Mushrooms.

# What is ‘Chamran-1’?

✏️ Satellite built in Iran’s own technology for space research.

# India recently promised to return how many acres of land to Bangladesh?

✏️ 200 acres.

# What is the name of the Chief Minister of Delhi who announced his resignation recently?

✏️ Arvind Kejriwal.

# What is the name of the new version of chatgpt?

✏️ OpenAI O1.

# In 2023, how many billions of dollars Bangladesh exports ready-made garments to the US market?

✏️ 729 million dollars.

# What is the name of the top country in use of cryptocurrency?

✏️ India. (Bangladesh 35th)

# How many countries in the world use cryptocurrency as a digital currency?

✏️ 151.

# What is the name of the Bangladeshi former cricketer who recently got the recognition of ICC’s ‘Coaching Level-3 Course’?

✏️ Mohammad Ashraful.

# When is the ‘Great Education Day’ celebrated in Bangladesh?

✏️ September 17.

# Who is currently the president of the World Bank?

✏️ Ajay Banga (Indian Origin).

# What is the name of the Chinese ambassador in Bangladesh?

✏️ Yao Wen.

# When the Public Administration Ministry issued a notification giving executive magistrate duties to commissioned officers of the army?

✏️ 17 September 2024.

# What has India recently deployed on the border to prevent the infiltration of Bangladeshis?

✏️ Bee.

# What is the name of the country that got the first pox vaccine in the world?

✏️ Democratic Republic of Congo.

# Who is the current Chairperson of the National Economic Council (NEC)?

✏️ Dr. Muhammad Yunus.

# What is ‘Ocean-2024’?

✏️ Largest naval exercise in modern history.

# Which country is not a full member of the United Nations but recently got a seat in the General Assembly?

✏️ Palestine.

# Which Bangladeshi Legend of AIPS Asia Award recently?

✏️ Mahmud Hossain Khan Dulal. (This is Asia’s highest honor for sports journalists)

# What is the name of the first Muskiepox tick approved by who?

✏️ MVA-BN.

# Who is the author of the travel story ‘Deshhi Vidhesh’?

✏️ Syed Mujtaba Ali. (Born: September 13, 1904)

# According to the IMF, what is the amount of the country’s current reserves?

✏️ 19.44 billion dollars. (Source: Bangladesh Bank)

# Which country recently introduced e-passport service for expatriate Bangladeshis?

✏️ Saudi Arabia.

# In how many articles of the constitution is said about ‘floor crossing’?

✏️ In Article No. 70.

# Who is the head of the anti-corruption reform commission?

✏️ Iftekharuzzaman.

# Who is the head of the Electoral Reform Commission?

✏️ Badiul Alam Majumdar.

# Who is the head of the Police Administration Reform Commission?

✏️ Safar Raj Hossain.

# What is the name of the new vice chancellor of Buet?

✏️ Abu Borhan Mohammad Badruzzaman.

# What is Bangladesh’s outlook on the international AI Olympiad held in Riyadh recently?

✏️ Two silver and two bronze medals.

অফিস সহায়ক লিখিত প্রশ্ন ব্যাংক ও সমাধান PDF

Pubali Written Question Bank & Solution PDF Download

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET প্রশ্ন ব্যাংক ও সমাধান PDF

পত্রিলার পাতা থেকে

# বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট – মার্টিন রেইজার।

💡 দুই দিনের সফরে আজ বুধবার ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।

# সৈন্য সংখ্যার ভিত্তিতে বিশ্বের শীর্ষ সেনাবাহিনী – পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

💡 রাশিয়ার সেনাবাহিনীতে অন্তত ১ লাখ ৮০ হাজার সদস্য বাড়ানোর আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) পর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ বর্তমানে রাশিয়া। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত আদেশের কপিতে অনুযায়ী , সশস্ত্র বাহিনীতে সদস্য সংখ্যা ২৩ লাখ ৮০ হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছেন পুতিন। এর মধ্যে সক্রিয় সদস্য থাকবে ১৫ লাখ সেনা।

# আইসিসি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করে দিচ্ছে – জিম্বাবুয়েকে।

💡 দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া ফলসের কাছে দর্শনীয় একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এই স্টেডিয়াম নির্মানে ৫ থেকে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। আর এই সম্পূর্ণ খরচ বহন করছে আইসিসি।

# আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে শর্ট ফিল্ম – ‘রুম নম্বর ২০১১’।

💡 ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের করুণ মৃত্যু হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে সিনেমাটি নির্মিত হয়েছে। আগামী ৭ অক্টোবর আবরারের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে।

২৫ মিনিটের হতে পারে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবেও মুক্তি দেওয়া হবে। বাংলাদেশ এবং আমেরিকায় মুক্তি পাবে ‘রুম নম্বর ২০১১।’

মৌলিক এই ফিল্মটির সহযোগিতায় রয়েছেন আমেরিকার বাংলাদেশি সংগঠন ‘একটিফুল’।

# ২০২৪ সালে তা ডেঙ্গুতে মৃত্যুর হার- ০.৫৯ শতাংশ।

💡২০২৩ সালে বছর বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার (CFR) ছিল ০.৫ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর প্রতিটি দেশেই যেকোনো রোগে আক্রান্ত ও মৃত্যুর হার হিসাব এবং পর্যবেক্ষণ করে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার অতি উচ্চ বলে তার জানিয়েছে। ২০২৩ সালে বাংলাদেশে ৩,২১,১৭৯ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং ১৭০৫ জন মারা গেছে।

Share:

Leave a Comment

error: Content is protected !!