Weekly Update MCQ 1 November 2024
Weekly Update MCQ 1 November 2024
1. তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে কে?
a) হাফেজ আবদুল্লাহ
b) হাফেজ মুয়াজ মাহমুদ
c) হাফেজ সিদ্দিক
d) হাফেজ রাকিব
সঠিক উত্তর: b) হাফেজ মুয়াজ মাহমুদ
2. ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়ন কোন দেশ?
a) ভারত
b) বাংলাদেশ
c) নেপাল
d) পাকিস্তান
সঠিক উত্তর: b) বাংলাদেশ
3. ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন কে?
a) মীনা খাতুন
b) ঋতুপর্ণা চাকমা
c) সুরাইয়া খাতুন
d) খাদিজা
সঠিক উত্তর: b) ঋতুপর্ণা চাকমা
4. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর?
a) ১১তম
b) ১২তম
c) ১৩তম
d) ১৪তম
সঠিক উত্তর: c) ১৩তম
5. বর্তমানে দেশে সরকারি, বেসরকারি, বিদেশি ও বিশেষায়িত মিলে মোট বাণিজ্যিক ব্যাংক কতটি রয়েছে?
a) ৫০টি
b) ৫৫টি
c) ৬০টি
d) ৬৫টি
সঠিক উত্তর: c) ৬০টি
6. বিবিএসের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে কত?
a) যথাক্রমে ৫.০০, ৪.০০ এবং ৩.০০ শতাংশ
b) যথাক্রমে ৫.২৭, ৩.৯৮ এবং ৩.৬৭ শতাংশ
c) যথাক্রমে ৫.৫০, ৪.৫০ এবং ৪.০০ শতাংশ
d) যথাক্রমে ৬.০০, ৪.০০ এবং ৩.০০ শতাংশ
সঠিক উত্তর: b) যথাক্রমে ৫.২৭, ৩.৯৮ এবং ৩.৬৭ শতাংশ
7. বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কত ডলার পোশাক রপ্তানি হয়?
a) ২ হাজার ৫০০ কোটি ডলার
b) ৩ হাজার ৬১৩ কোটি ডলার
c) ৪ হাজার ৭০০ কোটি ডলার
d) ৫ হাজার ০০০ কোটি ডলার
সঠিক উত্তর: b) ৩ হাজার ৬১৩ কোটি ডলার
8. ভলকার টুর্ক জাতিসংঘের কততম মানবাধিকার বিষয়ক হাইকমিশনার?
a) ৬ষ্ঠ
b) ৭ম
c) ৮ম
d) ৯ম
সঠিক উত্তর: c) ৮ম
9. ‘পুয়ের্তো রিকো’ দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
a) যুক্তরাজ্য
b) যুক্তরাষ্ট্র
c) কানাডা
d) স্পেন
সঠিক উত্তর: b) যুক্তরাষ্ট্র
10. ২০২৪ সালের ‘ডি-৮’ এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
a) ১৫-১৮ ডিসেম্বর, ২০২৪
b) ১৬-১৯ ডিসেম্বর, ২০২৪
c) ১৭-২০ ডিসেম্বর, ২০২৪
d) ১৮-২১ ডিসেম্বর, ২০২৪
সঠিক উত্তর: b) ১৬-১৯ ডিসেম্বর, ২০২৪
11. বিশ্ব মিতব্যয়িতা দিবস এবং বিশ্ব শহর দিবস কবে পালিত হয়?
a) ৩০ অক্টোবর
b) ৩১ অক্টোবর
c) ১ নভেম্বর
d) ২ নভেম্বর
সঠিক উত্তর: b) ৩১ অক্টোবর
12. নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ চ্যাম্পিয়ন কোন দেশ এবং রানার্সআপ কোন দেশ?
a) চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ ভারত
b) চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ নেপাল
c) চ্যাম্পিয়ন নেপাল, রানার্সআপ বাংলাদেশ
d) চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ বাংলাদেশ
সঠিক উত্তর: b) চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ নেপাল
13. ২০২৪ সালে বিজ্ঞানের তিন বিভাগে নোবেল পেয়েছেন কতজন বিজ্ঞানী?
a) ৫ জন বিজ্ঞানী
b) ৬ জন বিজ্ঞানী
c) ৭ জন বিজ্ঞানী
d) ৮ জন বিজ্ঞানী
সঠিক উত্তর: c) ৭ জন বিজ্ঞানী
14. ২০২৪ সালে ব্যালন ডি’অর বর্ষসেরা গোলকিপার কে?
a) আলিসন বেকার
b) এমিলিয়ানো মার্তিনেজ
c) টের স্টেগেন
d) কেহলার নাভাস
সঠিক উত্তর: b) এমিলিয়ানো মার্তিনেজ
15. ২০২৪ সালে ব্যালন ডি’অর (পুরুষ) জয়ী কে এবং তার দল কোনটি?
a) কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি)
b) লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মিয়ামি)
c) রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
d) রোনাল্ডো (পর্তুগাল, আল নাসর)
সঠিক উত্তর: c) রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
16. ‘Folklore Society’ কী?
a) একটি প্রতিষ্ঠান
b) বিদ্বানদের সমাজ
c) একটি গবেষণা সংস্থা
d) একটি সাংস্কৃতিক সংগঠন
সঠিক উত্তর: b) বিদ্বানদের সমাজ
17. টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা কে?
a) ঝাং ইয়ং
b) ঝাং ইমিং
c) লি ইয়াং
d) ঝাং ফেং
সঠিক উত্তর: b) ঝাং ইমিং (চীনের শীর্ষ ধনী)
18. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক কে?
a) পিটার সাম্পার
b) অ্যামি পোপ
c) কিম ওয়াং
d) ডেভিড বেকার
সঠিক উত্তর: b) অ্যামি পোপ
19. ‘Proletariat’ সাহিত্য বর্তমানে কোথায় আদৃত হচ্ছে?
a) ইউরোপে
b) আমেরিকায়
c) এশিয়ায়
d) আফ্রিকায়
সঠিক উত্তর: b) আমেরিকায়
20. চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে কত?
a) ৪ লাখ ৫০ হাজার টাকা
b) ৪ লাখ ৭৮ হাজার টাকা
c) ৫ লাখ ০০০ টাকা
d) ৫ লাখ ২০ হাজার টাকা
সঠিক উত্তর: b) ৪ লাখ ৭৮ হাজার টাকা
21. সম্প্রতি ঢাকা সফর করেছেন কে?
a) জাতিসংঘের মহাসচিব
b) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক
c) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
d) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট
সঠিক উত্তর: b) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক
22. বাংলাদেশের আয়তনের এক-দশমাংশ নিয়ে গঠিত অঞ্চল কোনটি?
a) সিলেট
b) তিন পার্বত্য জেলা
c) ময়মনসিংহ
d) রাজশাহী
সঠিক উত্তর: b) তিন পার্বত্য জেলা
23. এইচপিভি এর পূর্ণরূপ কী?
a) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস
b) হ্যাপাটাইটিস প্যাপিলোমা ভাইরাস
c) হিউম্যান পেরিফেরাল ভাইরাস
d) হিউম্যান পলিমার ভাইরাস
সঠিক উত্তর: a) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস
24. নারী সাফ ফুটবল ২০২৪-এ চ্যাম্পিয়ন কোন দেশ?
a) নেপাল; ২-১ গোলে হারিয়ে
b) বাংলাদেশ; নেপালকে ২-১ গোলে হারিয়ে
c) ভারত; নেপালকে ৩-০ গোলে হারিয়ে
d) পাকিস্তান; ভারতকে ৪-২ গোলে হারিয়ে
সঠিক উত্তর: b) বাংলাদেশ; নেপালকে ২-১ গোলে হারিয়ে
25. বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক কে?
a) জেসমিন
b) সাবিনা খাতুন
c) রিমা খান
d) সানজিদা
সঠিক উত্তর: b) সাবিনা খাতুন
26. দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে নামকরণ করা হয়েছে কী নামে?
a) দেশের নাম
b) সংশ্লিষ্ট জেলার নামে
c) শহরের নামে
d) প্রতিষ্ঠাতার নামে
সঠিক উত্তর: b) সংশ্লিষ্ট জেলার নামে
27. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর বিজনেস ডেভেলপমেন্ট প্রধান কে?
a) হাসান মাহমুদ
b) নাহিয়ান রহমান
c) সায়মা সুলতানা
d) রুমানা ইসলাম
সঠিক উত্তর: b) নাহিয়ান রহমান (বাসস)
28. নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সদস্যের সংখ্যা কত?
a) ৫ জন
b) ৬ জন
c) ৭ জন
d) ৮ জন
সঠিক উত্তর: b) ৬ জন
29. নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কতবার?
a) তিনবার
b) চারবার
c) পাঁচবার
d) ছয়বার
সঠিক উত্তর: b) সর্বোচ্চ চারবার
30. অন্তর্বর্তী সরকারের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন কে?
a) উপদেষ্টা ড. আসিফ নজরুল
b) উপদেষ্টা ড. মাহফুজুর রহমান
c) উপদেষ্টা রায়হানুজ্জামান
d) উপদেষ্টা সুলতানা কামাল
সঠিক উত্তর: a) উপদেষ্টা ড. আসিফ নজরুল
31. সম্প্রতি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কোন দেশ?
a) দক্ষিণ কোরিয়া
b) উত্তর কোরিয়া
c) চীন
d) ভারত
সঠিক উত্তর: b) উত্তর কোরিয়া
32. সম্প্রতি শক্তিশালী টাইফুন ‘কং-রে’ কোন দেশে আঘাত আনে?
a) ফিলিপাইন
b) তাইওয়ানে
c) জাপানে
d) ভিয়েতনামে
সঠিক উত্তর: b) তাইওয়ানে
33. যুক্তরাষ্ট্র নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা কয়টি?
a) ৫০০টি
b) ৫৩৮টি
c) ৫৫০টি
d) ৬০০টি
সঠিক উত্তর: b) ৫৩৮টি
34. সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট জাতিসংঘের কোন সংস্থাকে নিষিদ্ধ করেছে?
a) ইউএনএইচসিআর
b) ইউএনআরডব্লিউএ
c) ইউএনডিপি
d) ইউএনডিআর
সঠিক উত্তর: b) ইউএনআরডব্লিউএ (ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা)
35. বেসিসের নতুন সভাপতি কে?
a) এম রাশিদুল হাসান
b) সজীব ওয়াজেদ
c) সালমান এফ রহমান
d) এম এ মালেক
সঠিক উত্তর: a) এম রাশিদুল হাসান
36. নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে জন্য অনুসন্ধান (সার্চ) কমিটির সভাপতি কে?
a) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
b) বিচারপতি সাঈদ মোহাম্মদ
c) বিচারপতি মুনীর উল ইসলাম
d) বিচারপতি আব্দুল হাকিম
সঠিক উত্তর: a) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
37. বিবিএসের তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের শিল্পখাতে প্রবৃদ্ধি হয়েছে কত?
a) ৩.৫৭ শতাংশ
b) ৩.৯৮ শতাংশ
c) ৪.০২ শতাংশ
d) ৪.৫৬ শতাংশ
সঠিক উত্তর: b) ৩.৯৮ শতাংশ
38. বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ?
a) ভারত
b) বাংলাদেশ
c) শ্রীলঙ্কা
d) নেপাল
সঠিক উত্তর: b) বাংলাদেশ
39. আইএমএফ-এর তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে?
a) ৪.৫ শতাংশ
b) ৪.৮ শতাংশ
c) ৫.০ শতাংশ
d) ৫.২ শতাংশ
সঠিক উত্তর: a) ৪.৫ শতাংশ
40. জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের নাম কী?
a) মিশেল ব্যাচেলেট
b) ফলকার তুর্ক
c) ফিলিপ্পো গ্রান্ডি
d) এড্রি কেল্লি
সঠিক উত্তর: b) ফলকার তুর্ক
41. বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো বাস রপ্তানি করে?
a) ভারত
b) ভুটান
c) নেপাল
d) মিয়ানমার
সঠিক উত্তর: b) ভুটান; রপ্তানিকারক প্রতিষ্ঠান: ইফাদ অটোস লিমিটেড
42. রাশিয়ায় BRICS-এর ১৬তম শীর্ষ সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে?
a) ৩৫
b) ৩৬
c) ৩৮
d) ৪০
সঠিক উত্তর: b) ৩৬
43. লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ’র নতুন প্রধান কে?
a) হাসান নাসরাল্লা
b) নাইম কাসেম
c) জুহাইর আল-লাভা
d) আদনান হামদি
সঠিক উত্তর: b) নাইম কাসেম
44. ২০২৪ মেয়েদের ব্যালন ডি’অর কে জিতেছেন?
a) মেসি
b) আইতানা বোনমাতি
c) পেনেলোপ ক্রুজ
d) অ্যালেক্সা পটেল
সঠিক উত্তর: b) আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)
45. বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় একটি কার্যালয় করতে যাচ্ছে কোন সংস্থা?
a) ইউএনএইচসিআর
b) জাতিসংঘের মানবাধিকার পরিষদ
c) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
d) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর: b) জাতিসংঘের মানবাধিকার পরিষদ
46. ২০২৪ ছেলেদের ব্যালন ডি’অর কে জিতেছেন?
a) রদ্রি
b) কেভিন ডি ব্রুইন
c) লিওনেল মেসি
d) ক্রিশ্চিয়ানো রোনালদো
সঠিক উত্তর: a) রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
47. গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের রেপ্লিকা’ রাখার নির্দেশ প্রদান করেছেন কে?
a) প্রধানমন্ত্রী শেখ হাসিনা
b) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
c) উপদেষ্টা ড. কামাল হোসেন
d) আইনমন্ত্রী আনিসুল হক
সঠিক উত্তর: b) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (সূত্রঃ বাসস)
48. সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দুটি দল মুখোমুখি হবে?
a) বাংলাদেশ ও ভারত
b) বাংলাদেশ ও নেপাল
c) নেপাল ও ভারত
d) পাকিস্তান ও বাংলাদেশ
সঠিক উত্তর: b) বাংলাদেশ ও নেপাল
49. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সকল শ্রেণির বইগুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর অংশে স্বাধীনতার ঘোষক হিসেবে কাকে যুক্ত করা হয়েছে?
a) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
b) জিয়াউর রহমান
c) মেজর জিয়াউর রহমান
d) খালেদা জিয়া
সঠিক উত্তর: b) জিয়াউর রহমানের নাম (সূত্রঃ দ্যা ডেইলি ক্যাম্পাস)
50. সম্প্রতি মৌসুমি ঝড় ‘ট্রামি’ কোন দেশে আঘাত হানে?
a) ভারত
b) ফিলিপাইন
c) থাইল্যান্ড
d) ভিয়েতনাম
সঠিক উত্তর: b) ফিলিপাইন
51. বাংলাদেশে কিডনি রোগে ভুগছে কতজন শিশু?
a) প্রায় ৩০ লাখ শিশু
b) প্রায় ৫০ লাখ শিশু
c) প্রায় ৭০ লাখ শিশু
d) প্রায় ১০০ লাখ শিশু
সঠিক উত্তর: b) প্রায় ৫০ লাখ শিশু (সূত্রঃ বাসস)
52. বাংলা একাডেমির নতুন সভাপতির নাম কী?
a) অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
b) অধ্যাপক আনিসুজ্জামান
c) অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
d) অধ্যাপক সেলিনা হোসেন
সঠিক উত্তর: a) অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
53. বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের নাম কী?
a) মিসবা আল-মাহমুদ
b) ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান
c) হামাদ আল-জুবায়ের
d) নাজির আল-বাহরী
সঠিক উত্তর: b) ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান
54. সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টাকে কী উপহার দেন?
a) হজের টিকিট
b) কাবা শরীফের গিলাফ
c) আরবি কোরআন
d) ইসলামী বই
সঠিক উত্তর: b) কাবা শরীফের গিলাফ
55. বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে?
a) ৫.৫ শতাংশ
b) ৫.২ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হবে
c) ৬ শতাংশ
d) ৪.৮ শতাংশ
সঠিক উত্তর: b) ৫.২ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হবে
56. বর্তমানে দেশে কতটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে?
a) ২২টি
b) ২৪টি
c) ২৬টি
d) ৩০টি
সঠিক উত্তর: b) ২৪টি (জেলা সদর হাসপাতাল ১১টি)
57. বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কী?
a) মাইকেল মিলার
b) পিয়ের ক্রিস্টফ
c) ইলসা স্যান্ডার্স
d) ফিলিপ দ্য ভোড
সঠিক উত্তর: a) মাইকেল মিলার
58. কতটি উদ্দেশ্য নিয়ে জার্মানির বার্লিনে ‘বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত হয়?
a) ৫টি
b) ৭টি
c) ১০টি
d) ১২টি
সঠিক উত্তর: b) ৭টি
59. বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
a) থাইল্যান্ড
b) ভারত
c) ভিয়েতনাম
d) পাকিস্তান
সঠিক উত্তর: b) ভারত
60. বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশের নাম কী?
a) ভারত
b) চীন
c) জাপান
d) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: c) জাপান
61. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতির নাম কী?
a) তাবিব আউয়াল
b) কাজী সালাউদ্দিন
c) আলী হোসেন
d) সালাম খান
সঠিক উত্তর: a) তাবিব আউয়াল
62. জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের কতজন নারী ও কন্যাশিশু যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে?
a) ৪০ কোটি
b) ৫০ কোটি
c) ৬০ কোটি
d) ৭০ কোটি
সঠিক উত্তর: c) ৬০ কোটির বেশি
63. কমনওয়েলথের নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন –
a) শার্লি আয়োরকর বচওয়েক
b) প্যাট্রিসিয়া স্কট
c) লুসি মিলার
d) মাইকেল মিলার
সঠিক উত্তর: a) শার্লি আয়োরকর বচওয়েক (ঘানার পররাষ্ট্রমন্ত্রী)
64. বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কে?
a) জেনারেল ওয়াকার-উজ-জামান
b) সালাউদ্দিন
c) কাজী সালাউদ্দিন
d) শেখ রেহানা
সঠিক উত্তর: a) জেনারেল ওয়াকার-উজ-জামান
65. পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক –
a) বাবর আজম
b) মোহাম্মদ রিজওয়ান
c) শোয়েব মালিক
d) ফখর জামান
সঠিক উত্তর: b) মোহাম্মদ রিজওয়ান
66. বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪ কবে ও কোথায় অনুষ্ঠিত হয়?
a) ১০-১২ অক্টোবর, ফ্রাঙ্কফুর্ট
b) ১৩-১৫ অক্টোবর, বার্লিনে
c) ১৫-১৭ অক্টোবর, বার্লিন
d) ২০-২২ অক্টোবর, প্যারিসে
সঠিক উত্তর: b) ১৩-১৫ অক্টোবর, বার্লিনে