Weekly Update MCQ 27 September 2024

Weekly Update MCQ 27 September 2024

Weekly Update MCQ 27 September 2024

সঠিক উত্তর দেখতে View Answer এর উপর ডাবল ক্লিক করবেন

1. নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?

A) গীতারী পাউডেল

B) রামচন্দ্র পৌডেল

C) মহিন্দ্র পাউডেল

D) সুরেশ চন্দ্র

সঠিক উত্তর: B) রামচন্দ্র পৌডেল

2. ২০২৪-২৫ অর্থবছরের জন্য এডিবি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত নির্ধারণ করেছে?

A) ৪.৫%

B) ৫.১%

C) ৬.০%

D) ৫.৮%

সঠিক উত্তর: B) ৫.১%

3. USAID এর বর্তমান প্রশাসক কে?

A) বিল গেটস

B) সামান্থা পাওয়ার

C) হিলারি ক্লিনটন

D) কন্ডোলিজা রাইস

সঠিক উত্তর: B) সামান্থা পাওয়ার

4. বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ওপর লেখা বইয়ের নাম কী?

A) জর্জ অরওয়েল

B) স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল

C) দ্য গ্রেট গ্যাটসবি

D) দ্য অ্যালকেমিস্ট

সঠিক উত্তর: B) স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল

5. বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ কত?

A) ২৫%

B) ৩০%

C) ৩২%

D) ২৮%

সঠিক উত্তর: C) ৩২%

6. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের সংখ্যা কত?

A) ৪টি

B) ৫টি

C) ৬টি

D) ৭টি

সঠিক উত্তর: C) ৬টি

7. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?

A) ডমিনিক স্ট্রস-কাহন

B) ক্রিস্টালিনা জর্জিয়েভা

C) আগাস্টিন কার্সটেনস

D) থমাস হোয়াইট

সঠিক উত্তর: B) ক্রিস্টালিনা জর্জিয়েভা

8. ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে?

A) মাতিও সালভিনি

B) জর্জিয়া মেলোনি

C) পাওলো জেন্টিলোনি

D) সিলভিও বেরলুসকোনি

সঠিক উত্তর: B) জর্জিয়া মেলোনি

9. শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?

A) গোটাবায়া রাজাপাকসে

B) অনূঢ়া কুমারা দিশানায়েকে

C) মিথুন পেরেরা

D) মন্থন কুমার

সঠিক উত্তর: B) অনূঢ়া কুমারা দিশানায়েকে

10. ২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরষ্কার পেয়েছে কোন সংস্থা?

A) এমিরেটস

B) কাতার এয়ারওয়েজ

C) সিংগাপুর এয়ারলাইনস

D) এএলএফ

সঠিক উত্তর: B) কাতার এয়ারওয়েজ

11. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে?

A) অ্যান্টোনিও গুতেরেস

B) ফিলেসন ইয়াং

C) স্যামিউয়েল উইলসন

D) টমাস রিচার্ডস

সঠিক উত্তর: B) ফিলেসন ইয়াং

12. ৪৫তম দাবা অলিম্পিয়াডে আর্জেন্টিনাকে পরাজিত করে বাংলাদেশের কোন দাবাড়ু জয়ী হয়েছে?

A) সাকিব আল হাসান

B) রানী হামিদ

C) নাজমুন নাহার

D) দীপান্বিতা দত্ত

সঠিক উত্তর: B) রানী হামিদ

13. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী?

A) ফজলে কবির

B) আহসান এইচ মনসুর

C) আতিউর রহমান

D) সোহেল আহমেদ

সঠিক উত্তর: B) আহসান এইচ মনসুর

14. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কী?

A) মিশেল বাচলেট

B) ফলকার টুর্ক

C) হেনরিটা ফোর

D) কেলি জেনেট

সঠিক উত্তর: B) ফলকার টুর্ক

15. বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদহার কত?

A) ৮.২৫%

B) ৯.৫০%

C) ৭.৫%

D) ১০.০০%

সঠিক উত্তর: B) ৯.৫০%

16. বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি?

A) কলম্বিয়া

B) ভিয়েতনাম

C) ব্রাজিল

D) ইথিওপিয়া

সঠিক উত্তর: C) ব্রাজিল

17. ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতে, পশ্চিমবঙ্গের জনসংখ্যার কত ভাগ বাংলাদেশি?

A) ২৫%

B) ৩০%

C) ৩৫%

D) ৪০%

সঠিক উত্তর: C) ৩৫%

18. সম্প্রতি ভারতের কোন মন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের কথা জানিয়েছেন?

A) অর্থমন্ত্রী

B) পররাষ্ট্রমন্ত্রী

C) স্বরাষ্ট্রমন্ত্রী

D) শিক্ষামন্ত্রী

সঠিক উত্তর: B) পররাষ্ট্রমন্ত্রী

19. ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

A) এস জয়শঙ্কর

B) সৌরভ গাঙ্গুলি

C) নির্মলা সীতারমন

D) অমিত শাহ

সঠিক উত্তর: A) এস জয়শঙ্কর

20. শ্রীলঙ্কার নব-নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?

A) মাহিন্দ্র রাজাপাকসে

B) হরিনি অমরাসুরিয়া

C) গোটাবায়া রাজাপাকসে

D) বরিস জনসন

সঠিক উত্তর: B) হরিনি অমরাসুরিয়া

21. পাকিস্তানের বর্তমান প্রধান বিচারপতির নাম কী?

A) কাজী ফায়েজ ইসা

B) অলী খান

C) শাহীদুল ইসলাম

D) জালাল উদ্দিন

সঠিক উত্তর: A) কাজী ফায়েজ ইসা

22. জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

A) ৯৮তম

B) ১০০তম

C) ১০২তম

D) ৯৫তম

সঠিক উত্তর: B) ১০০তম

23. ২৪ এর গণ–অভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকায় শহীদের সংখ্যা কত?

A) ৬৫৫ জন

B) ৭০৮ জন

C) ৭২০ জন

D) ৬৮০ জন

সঠিক উত্তর: B) ৭০৮ জন

24. জাতিসংঘের মতে, বাংলাদেশে কত শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করে?

A) ৩৫%

B) ৩৯%

C) ৪৫%

D) ৩০%

সঠিক উত্তর: B) ৩৯%

25. বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কত শতাংশ?

A) ৪৮%

B) ৫২%

C) ৫৫%

D) ৫০%

সঠিক উত্তর: B) ৫২%

26. জাতিসংঘ ৭৯তম সাধারণ অধিবেশনের সভাপতি কে ছিলেন?

A) টমাস বাচেলেট

B) ফিলেমন ইয়াং (ক্যামেরুন)

C) জোসেফ আডো

D) বান কি মুন

সঠিক উত্তর: B) ফিলেমন ইয়াং (ক্যামেরুন)

27. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অর্থায়ন করেছে কোন দেশ?

A) চীন

B) ভারত

C) রাশিয়া

D) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: C) রাশিয়া

28. বিটিভির নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে?

A) মো. মাহবুবুল আলম

B) ফরিদ আহমেদ

C) নাজমুল হাসান

D) শামীম আহসান

সঠিক উত্তর: A) মো. মাহবুবুল আলম

29. সেন্সর বোর্ড বিলুপ্ত করে চলচ্চিত্র শিল্পে কোন প্রতিষ্ঠান গঠিত হয়েছে?

A) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

B) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন

C) চলচ্চিত্র প্রশাসন বোর্ড

D) সিনেমা মূল্যায়ন পরিষদ

সঠিক উত্তর: A) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

30. বর্তমানে দেশের পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি?

A) ২০০টি

B) ২২৯টি

C) ২৫০টি

D) ৩০০টি

সঠিক উত্তর: B) ২২৯টি

31. ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ কবে গঠিত হয়?

A) ১০ সেপ্টেম্বর, ২০২৪

B) ১৫ আগস্ট, ২০২৩

C) ১ জানুয়ারি, ২০২৫

D) ২০ মার্চ, ২০২৪

সঠিক উত্তর: A) ১০ সেপ্টেম্বর, ২০২৪

32. নিউইয়র্কে ইউনুস-বাইডেন বৈঠক অনুষ্ঠিত হয় কবে?

A) ২০ সেপ্টেম্বর

B) ২৪ সেপ্টেম্বর

C) ২২ সেপ্টেম্বর

D) ২৬ সেপ্টেম্বর

সঠিক উত্তর: B) ২৪ সেপ্টেম্বর

33. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন?

A) ৭৮তম

B) ৭৯তম

C) ৮০তম

D) ৮১তম

সঠিক উত্তর: B) ৭৯তম

34. ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নাম কী?

A) উরসুলা ভন ডার লিয়েন

B) জোসেফ বোর্গ

C) ফ্রান্স টিমারম্যান্স

D) মারি ক্রিস্টিন

সঠিক উত্তর: A) উরসুলা ভন ডার লিয়েন

35. শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

A) রনিল বিক্রমাসিংহে

B) মাহিন্দ্র রাজাপাকসে

C) গোটাবায়া রাজাপাকসে

D) শ্রীমান ভিদুরাচ্ছি

সঠিক উত্তর: A) রনিল বিক্রমাসিংহে

36. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম কী?

A) পেট্রাপোল

B) শিলিগুড়ি

C) মালদা

D) গ্যাংটক

সঠিক উত্তর: A) পেট্রাপোল

37. সম্প্রতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ‘গ্লোবাল চ্যাম্পিয়ন’ স্বীকৃতি পেয়েছে?

A) পিপলস্ ব্যাংক

B) আইপিডিসি ফাইন্যান্স

C) গ্রামীণ ব্যাংক

D) রূপালী ব্যাংক

সঠিক উত্তর: B) আইপিডিসি ফাইন্যান্স

38. ইলিশের বাড়ি বলা হয় কোন জেলাকে?

A) বরিশাল

B) চাঁদপুর

C) পটুয়াখালী

D) ঝালকাঠি

সঠিক উত্তর: B) চাঁদপুর

39. বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম কয়টি রয়েছে?

A) ৫টি

B) ৬টি

C) ৭টি

D) ৮টি

সঠিক উত্তর: B) ৬টি

40. জাটকা বলতে কী বোঝায়?

A) ৮ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ

B) ১০ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ

C) ১২ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ

D) ৬ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ

সঠিক উত্তর: B) ১০ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ

Share:

Leave a Comment

error: Content is protected !!