Weekly Update MCQ : 4 October 2024

Weekly Update MCQ : 4 October 2024

MCQ with Answer

1. ডি-৮ কী ধরনের সংগঠন?

ক) একটি ক্রীড়া সংস্থা

খ) একটি আঞ্চলিক নিরাপত্তা সংগঠন

গ) আট মুসলিম দেশের একটি উন্নয়ন সহযোগিতা সংগঠন

ঘ) একটি অর্থনৈতিক ইউনিয়ন

উত্তর: গ) আট মুসলিম দেশের একটি উন্নয়ন সহযোগিতা সংগঠন

2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব কে?

ক) ফিলিপ্পে ক্রিস্টোফ

খ) অ্যাগনেস ক্যালামার্ড

গ) মাইকেল জর্ডান

ঘ) আলবার্তো ফের্নান্দেজ

উত্তর: খ) অ্যাগনেস ক্যালামার্ড

3. তাইওয়ান দ্বীপকে পৃথককারী প্রণালীর নাম কী?

ক) মালাক্কা প্রণালী

খ) তাইওয়ান প্রণালী

গ) সুয়েজ প্রণালী

ঘ) লম্বোক প্রণালী

উত্তর: খ) তাইওয়ান প্রণালী

4. অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ হিসেবে কোন খাতকে বলা হয়?

ক) কৃষি খাত

খ) শিল্প খাত

গ) ব্যাংক খাত

ঘ) পরিবহন খাত

উত্তর: গ) ব্যাংক খাত

5. বাংলাদেশে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি রয়েছে?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

উত্তর: গ) ৩টি

6. নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

ক) শের বাহাদুর দেউবা

খ) কে পি শর্মা ওলি

গ) পুষ্পকমল দহল

ঘ) বিদ্যা দেবী ভাণ্ডারী

উত্তর: খ) কে পি শর্মা ওলি

7. ‘স্যাটায়ার এন্ড রিডিকিউল’ বইটি কে সম্পাদনা করেছেন?

ক) আনিসুজ্জামান

খ) শহীদুল আলম

গ) রফিকুল ইসলাম

ঘ) সৈয়দ শামসুল হক

উত্তর: খ) শহীদুল আলম

8. শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী কে?

ক) হরিণী আমারাসুরিয়া

খ) গোটাবায়া রাজাপাকসে

গ) মাহিন্দা রাজাপাকসে

ঘ) রনিল বিক্রমাসিংহে

উত্তর: ক) হরিণী আমারাসুরিয়া

9. বাংলাদেশের ৩৩তম জিআই পণ্য কোনটি?

ক) সাতক্ষীরার হিমসাগর আম

খ) মধুপুরের আনারস

গ) নওগাঁর চাল

ঘ) রংপুরের হাঁড়িভাঙা আম

উত্তর: খ) মধুপুরের আনারস

10. টাঙ্গুয়ার হাওরের অবস্থান কোথায়?

ক) মৌলভীবাজারের কমলগঞ্জ

খ) সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায়

গ) সিলেটের গোয়াইনঘাট

ঘ) হবিগঞ্জের মাধবপুর

উত্তর: খ) সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায়

11. ‘মনপুরা ৭০’ এবং ‘সাওতাঁল দম্পতি’ চিত্রকর্মগুলো কার সৃষ্টি?

ক) কামরুল হাসান

খ) শিল্পাচার্য জয়নুল আবেদিন

গ) কাইয়ুম চৌধুরী

ঘ) এস এম সুলতান

উত্তর: খ) শিল্পাচার্য জয়নুল আবেদিন

12. জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে কতজন নিহত হয়েছেন?

ক) ১২০০ জন

খ) ১৫৮১ জন

গ) ২০০০ জন

ঘ) ১০০০ জন

উত্তর: খ) ১৫৮১ জন

13. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ড. ইউনূস কোন ভাষায় বক্তৃতা দিয়েছেন?

ক) ইংরেজি

খ) ফরাসি

গ) বাংলা

ঘ) আরবি

উত্তর: গ) বাংলা

14. বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি কে?

ক) ফাতু বেনসুদা

খ) করিম এ এ খান

গ) স্টেফান বারকলে

ঘ) মার্গারেট অলিভার

উত্তর: খ) করিম এ এ খান

15. সাম্প্রতিক সময়ে কোন দেশে ‘Monsoon Revolution’ সংঘটিত হয়েছে?

ক) ভারত

খ) শ্রীলঙ্কা

গ) বাংলাদেশ

ঘ) পাকিস্তান

উত্তর: গ) বাংলাদেশ

16. আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) বর্তমান মহাপরিচালক কে?

ক) গাই রাইডার

খ) গিলবার্ট হুংবো

গ) রিচার্ড ডিক্সন

ঘ) মাইকেল মোল্ট

উত্তর: খ) গিলবার্ট হুংবো

17. জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার (UNHCR) হাই কমিশনারের নাম কী?

ক) ফিলিপ্পো গ্রান্ডি

খ) আন্তোনিও গুতেরেস

গ) বেন কিমুন

ঘ) পিটার মাউরার

উত্তর: ক) ফিলিপ্পো গ্রান্ডি

18. বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে কতটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে?

ক) ৫০টি মিশনে

খ) ৫৫টি মিশনে

গ) ৬০টি মিশনে

ঘ) ৬৩টি মিশনে

উত্তর: ঘ) ৬৩টি মিশনে

19. ‘বিলোনিয়া’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত?

ক) কুমিল্লা

খ) ফেনী

গ) চট্টগ্রাম

ঘ) নোয়াখালী

উত্তর: খ) ফেনী

20. মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীর নাম কী?

ক) আরাকান আর্মি

খ) পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)

গ) রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন

ঘ) ইউনাইটেড ওয়াই এস এ

উত্তর: খ) পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)

21. জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ইশিবা শিগেরু কোন রাজনৈতিক দলের সদস্য?

ক) কনজারভেটিভ পার্টি

খ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)

গ) সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি

ঘ) নিউ কুমেইতো পার্টি

উত্তর: খ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)

22. বিশ্বের কোন দেশের পর্যটকরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে?

ক) যুক্তরাষ্ট্র

খ) বাংলাদেশ

গ) যুক্তরাজ্য

ঘ) ফ্রান্স

উত্তর: খ) বাংলাদেশ (২১.৫৫%)

23. এডিবির তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি কত শতাংশ হবে?

ক) ৮.৫ শতাংশ

খ) ৯.২ শতাংশ

গ) ১০.১ শতাংশ

ঘ) ১১.৫ শতাংশ

উত্তর: গ) ১০.১ শতাংশ

24. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কী?

ক) হাসান রুহানি

খ) ইব্রাহিম রাইসি

গ) আয়াতুল্লাহ আলী খামেনি

ঘ) মুহাম্মদ খাতামি

উত্তর: গ) আয়াতুল্লাহ আলী খামেনি

25. বর্তমানে সরকারের মন্ত্রণালয় ও বিভাগ কয়টি রয়েছে?

ক) ৪৫টি

খ) ৫০টি

গ) ৫৫টি

ঘ) ৫৮টি

উত্তর: ঘ) ৫৮টি

26. জাতিসংঘ মিশনে ড. মুহাম্মদ ইউনূস কতটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন?

ক) ১০টি

খ) ১২টি

গ) ১৪টি

ঘ) ১৬টি

উত্তর: খ) ১২টি

27. পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয় কত সালে?

ক) ১৯৯৫

খ) ১৯৯৭

গ) ২০০০

ঘ) ২০০১

উত্তর: খ) ১৯৯৭

28. সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কী?

ক) গ্রিন সিটি

খ) ব্লু নেটওয়ার্ক

গ) ড্রেনেজ প্ল্যান

ঘ) ওয়াটার প্রকল্প

উত্তর: খ) ব্লু নেটওয়ার্ক

29. রাশিয়ার আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের কত শতাংশ এখন রুবলে হচ্ছে?

ক) ৩০%

খ) ৩৫%

গ) ৩৯%

ঘ) ৪৫%

উত্তর: গ) ৩৯%

Share:

Leave a Comment

error: Content is protected !!