Weekly GK 13 September 2024
Weekly Update Affairs 13 September 2024
বিগত এক সপ্তাহের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আমাদের আয়োজন Weekly GK : 7-13 September 2024
# আইএমএফ এর হিসেবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ- ১,৯৪৪ কোটি মার্কিন ডলার।
# জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক- প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও শহীদ মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ।
# জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সদস্য সংখ্যা হবে- ২১জন।
# রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন- দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক।
# ইন্টারনেট বন্ধের কারণে জুলাই মাসে মোবাইল ব্যাংকিং কমেছে- ২১ শতাংশ।
# বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়।
# সীতারাম ইয়েচুরি ছিলেন- ভারতের বিশিষ্ট কমিউনিস্ট নেতা।
# রাষ্ট্র সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টা পদক্ষেপ নিয়েছেন- ৬টি কমিশন গঠনের।
# বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান- বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান।
# সংবিধান সংস্কার কমিশনের প্রধান- শাহদীন মালিক।
# নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান- বদিউল আলম মজুমদার।
# পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান- সফর রাজ হোসেন।
# জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান- আবদুল মুয়ীদ চৌধুরী।
# কমিশনসমূহ কাজ শুরু করবে- ১ অক্টোবর থেকে।
# অন্তর্বতী সরকার বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা চেয়েছে- প্রায় ১০০ কোটি ডলার।
# মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে- ৫ নভেম্বর, ২০২৪।
# সাম্প্রতিক বন্যায় দেশে প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে- ২,৭৯৯টি।
# হযরত শাহজালাল বিমানবন্দরকে ‘নীরব এলাকা’ (হর্ণমুক্ত) ঘোষণা করা হয়েছে- ১ অক্টোবর থেকে।
# রাতারগুল জলাভূমির বন অবস্থিত- সিলেট জেলার গোয়াইনঘাটে।
# অনলাইনে ই-রিটার্ন জমার ব্যবস্থা সব করদাতার জন্য উন্মুক্ত করা হয়েছে- ৯ সেপ্টেম্বর থেকে।
# ব্যাংক খাত সংস্কারে এডিবি আগ্রহ প্রকাশ করেছে- ১৩০ কোটি ডলার ঋণ প্রদানের।
# ৯/১১ বলতে বুঝানো হয়- ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারসহ কয়েকটি জায়গায় বিমান হামলা।
# আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন- এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
# নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল জাতীয় সংসদে পাস হয়- ১৯৯৬ সালের ২৬ মার্চ ভোররাতে।
# চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ‘ইয়াগি’ আঘাত হেনেছে- চীন, থাইল্যান্ড ও ভিয়েতনামে।
# জাতিসংঘ “বিশ্ব পল্লী উন্নয়ন দিবস” ঘোষণা করেছে- ৬ জুলাইকে।
# গাজা যুদ্ধের সূচনা ঘটে- ২০২৩ সালের ৭ অক্টোবর।
# ড্রাগন ড্রোন- রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বাহিনীর ব্যবহৃত যুদ্ধাস্ত্র।
# প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে পরিণত করা হবে- জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
# বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নবনিযুক্ত চেয়ারম্যান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এস এম এ ফায়েজ।
# বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়েছেন- অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
# ডুম্বুর বাঁধ অবস্থিত- ভারতের ত্রিপুরা রাজ্যে।
# ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী- মিশেল বার্নিয়ে।
# রেমিট্যান্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস- বাংলাদেশ।
# প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ লাভ করেছেন- লুৎফে সিদ্দিকী।
# বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাত বার্ষিকী- ৫ সেপ্টেম্বর।
# ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আক্রমনের প্রতিবাদ করায় গ্রেপ্তার হয়েছেন- সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।
# চীন-আফ্রিকা শীর্ষ সম্মেলন শুরু হয়েছে- বেইজিং এ।
Weekly GK in English
Economy and Foreign Exchange
*Question: What is the current foreign exchange reserve of Bangladesh according to the IMF?
Answer: According to the IMF, Bangladesh’s current foreign exchange reserve is 1.944 billion US dollars.
* Question: Which service was affected the most due to the internet shutdown in July?
Answer: Mobile banking services decreased by 21% in July due to the internet shutdown.
* Question: Which international organization has expressed interest in reforming the banking sector?
Answer: The ADB (Asian Development Bank) has expressed interest in reforming the banking sector and has proposed a loan of 130 million US dollars.
State Reforms and Elections
* Question: How many commissions have been formed for state reforms?
Answer: A total of 6 commissions have been formed for state reforms.
* Question: Who is the head of the Judicial Reforms Commission?
Answer: Justice Shah Abu Naim Mominur Rahman is the head of the Judicial Reforms Commission.
* Question: When was the non-party caretaker government bill passed?
Answer: The non-party caretaker government bill was passed in the National Parliament on the early morning of March 26, 1996.
Education, Culture, and Science
* Question: Who is the new director-general of the Bangla Academy?
Answer: Professor Dr. Mohammad Azam is the new director-general of the Bangla Academy.
* Question: What did Bangladesh achieve at the International Artificial Intelligence Olympiad held in Riyadh?
Answer: Bangladesh won two silver and two bronze medals at the International Artificial Intelligence Olympiad held in Riyadh.
* Question: Who is the newly appointed chairman of the University Grants Commission?
Answer: Dr. S.M.A. Faiz, former Vice-Chancellor of Dhaka University, is the newly appointed chairman of the University Grants Commission.
International Events and Disasters
* Question: What is 9/11?
Answer: 9/11 refers to the terrorist attacks on the United States on September 11, 2001, which included the destruction of the Twin Towers.
* Question: When did the Gaza War begin?
Answer: The Gaza War began on October 7, 2023.
* Question: What was the most powerful storm this year and where did it hit?
Answer: Super Typhoon Yagi was the most powerful storm this year and it hit China, Thailand, and Vietnam.
Other Topics
* Question: How many members will the July Martyrs Memorial Foundation have?
Answer: The July Martyrs Memorial Foundation will have 21 members.
* Question: What has been declared in Hazrat Shahjalal International Airport?
Answer: Hazrat Shahjalal International Airport has been declared a ‘silent zone’ (horn-free) from October 1st.
* Question: Where is the Dumur Dam located?
Answer: The Dumur Dam is located in Tripura, India.
International Affairs
* Question: Who has been appointed as the Special Envoy for International Affairs by the Chief Advisor?
Answer: Lutfe Siddiqui has been appointed as the Special Envoy for International Affairs by the Chief Advisor.
* Question: Who was arrested for protesting against the Israeli aggression on Palestinians?
Answer: Swedish environmental activist Greta Thunberg was arrested for protesting against the Israeli aggression on Palestinians.
Domestic Affairs
* Question: When is the martyrdom anniversary of Bir Shreshtha Noor Mohammad?
Answer: The martyrdom anniversary of Bir Shreshtha Noor Mohammad is on September 5th.
* Question: What will the Prime Minister’s official residence, Ganabhaban, be converted into?
Answer: Ganabhaban, the Prime Minister’s official residence, will be converted into the July Mass Uprising Memorial Museum.
Global Events
* Question: When was the China-Africa Summit held?
Answer: The China-Africa Summit was held in Beijing.
This concludes the translation of the provided Bengali text into English. Please let me know if you have any other questions or requests.
So much effective for any competitive exams.
Thank you very much