Weekly Update Affairs 13 September 2024

Weekly GK  13 September 2024

Weekly Update Affairs 13 September 2024

বিগত এক সপ্তাহের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আমাদের আয়োজন Weekly GK : 7-13 September 2024


# আইএমএফ এর হিসেবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ- ১,৯৪৪ কোটি মার্কিন ডলার।

# জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক- প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও শহীদ মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ।

# জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সদস্য সংখ্যা হবে- ২১জন।

# রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন- দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক।

# ইন্টারনেট বন্ধের কারণে জুলাই মাসে মোবাইল ব্যাংকিং কমেছে- ২১ শতাংশ।

# বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়।

# সীতারাম ইয়েচুরি ছিলেন- ভারতের বিশিষ্ট কমিউনিস্ট নেতা।

# রাষ্ট্র সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টা পদক্ষেপ নিয়েছেন- ৬টি কমিশন গঠনের।

# বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান- বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান।

# সংবিধান সংস্কার কমিশনের প্রধান- শাহদীন মালিক।

# নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান- বদিউল আলম মজুমদার।

# পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান- সফর রাজ হোসেন।

# জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান- আবদুল মুয়ীদ চৌধুরী।

# কমিশনসমূহ কাজ শুরু করবে- ১ অক্টোবর থেকে।

# অন্তর্বতী সরকার বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা চেয়েছে- প্রায় ১০০ কোটি ডলার।

# মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে- ৫ নভেম্বর, ২০২৪।

# সাম্প্রতিক বন্যায় দেশে প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে- ২,৭৯৯টি।

# হযরত শাহজালাল বিমানবন্দরকে ‘নীরব এলাকা’ (হর্ণমুক্ত) ঘোষণা করা হয়েছে- ১ অক্টোবর থেকে।

# রাতারগুল জলাভূমির বন অবস্থিত- সিলেট জেলার গোয়াইনঘাটে।

# অনলাইনে ই-রিটার্ন জমার ব্যবস্থা সব করদাতার জন্য উন্মুক্ত করা হয়েছে- ৯ সেপ্টেম্বর থেকে।

# ব্যাংক খাত সংস্কারে এডিবি আগ্রহ প্রকাশ করেছে- ১৩০ কোটি ডলার ঋণ প্রদানের।

# ৯/১১ বলতে বুঝানো হয়- ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারসহ কয়েকটি জায়গায় বিমান হামলা।

# আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন- এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

# নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল জাতীয় সংসদে পাস হয়- ১৯৯৬ সালের ২৬ মার্চ ভোররাতে।

# চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ‘ইয়াগি’ আঘাত হেনেছে- চীন, থাইল্যান্ড ও ভিয়েতনামে।

# জাতিসংঘ “বিশ্ব পল্লী উন্নয়ন দিবস” ঘোষণা করেছে- ৬ জুলাইকে।

# গাজা যুদ্ধের সূচনা ঘটে- ২০২৩ সালের ৭ অক্টোবর।

# ড্রাগন ড্রোন- রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বাহিনীর ব্যবহৃত যুদ্ধাস্ত্র।

# প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে পরিণত করা হবে- জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

# বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নবনিযুক্ত চেয়ারম্যান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এস এম এ ফায়েজ।

# বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়েছেন- অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

# ডুম্বুর বাঁধ অবস্থিত- ভারতের ত্রিপুরা রাজ্যে।

# ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী- মিশেল বার্নিয়ে।

# রেমিট্যান্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস- বাংলাদেশ।

# প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ লাভ করেছেন- লুৎফে সিদ্দিকী।

# বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাত বার্ষিকী- ৫ সেপ্টেম্বর।

# ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আক্রমনের প্রতিবাদ করায় গ্রেপ্তার হয়েছেন- সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

# চীন-আফ্রিকা শীর্ষ সম্মেলন শুরু হয়েছে- বেইজিং এ।

Weekly GK in English


Economy and Foreign Exchange
*Question: What is the current foreign exchange reserve of Bangladesh according to the IMF?
   Answer: According to the IMF, Bangladesh’s current foreign exchange reserve is 1.944 billion US dollars.
* Question: Which service was affected the most due to the internet shutdown in July?
   Answer: Mobile banking services decreased by 21% in July due to the internet shutdown.
* Question: Which international organization has expressed interest in reforming the banking sector?
   Answer: The ADB (Asian Development Bank) has expressed interest in reforming the banking sector and has proposed a loan of 130 million US dollars.


State Reforms and Elections


* Question: How many commissions have been formed for state reforms?
   Answer: A total of 6 commissions have been formed for state reforms.
* Question: Who is the head of the Judicial Reforms Commission?
   Answer: Justice Shah Abu Naim Mominur Rahman is the head of the Judicial Reforms Commission.
* Question: When was the non-party caretaker government bill passed?
   Answer: The non-party caretaker government bill was passed in the National Parliament on the early morning of March 26, 1996.


Education, Culture, and Science


* Question: Who is the new director-general of the Bangla Academy?
   Answer: Professor Dr. Mohammad Azam is the new director-general of the Bangla Academy.
* Question: What did Bangladesh achieve at the International Artificial Intelligence Olympiad held in Riyadh?
    Answer: Bangladesh won two silver and two bronze medals at the International Artificial Intelligence Olympiad held in Riyadh.
* Question: Who is the newly appointed chairman of the University Grants Commission?
   Answer: Dr. S.M.A. Faiz, former Vice-Chancellor of Dhaka University, is the newly appointed chairman of the University Grants Commission.


International Events and Disasters


* Question: What is 9/11?
   Answer: 9/11 refers to the terrorist attacks on the United States on September 11, 2001, which included the destruction of the Twin Towers.
* Question: When did the Gaza War begin?
   Answer: The Gaza War began on October 7, 2023.
* Question: What was the most powerful storm this year and where did it hit?
   Answer: Super Typhoon Yagi was the most powerful storm this year and it hit China, Thailand, and Vietnam.


Other Topics


* Question: How many members will the July Martyrs Memorial Foundation have?
   Answer: The July Martyrs Memorial Foundation will have 21 members.
* Question: What has been declared in Hazrat Shahjalal International Airport?
   Answer: Hazrat Shahjalal International Airport has been declared a ‘silent zone’ (horn-free) from October 1st.
* Question: Where is the Dumur Dam located?
   Answer: The Dumur Dam is located in Tripura, India.


International Affairs
* Question: Who has been appointed as the Special Envoy for International Affairs by the Chief Advisor?
   Answer: Lutfe Siddiqui has been appointed as the Special Envoy for International Affairs by the Chief Advisor.
* Question: Who was arrested for protesting against the Israeli aggression on Palestinians?
   Answer: Swedish environmental activist Greta Thunberg was arrested for protesting against the Israeli aggression on Palestinians.

Domestic Affairs

* Question: When is the martyrdom anniversary of Bir Shreshtha Noor Mohammad?
   Answer: The martyrdom anniversary of Bir Shreshtha Noor Mohammad is on September 5th.
* Question: What will the Prime Minister’s official residence, Ganabhaban, be converted into?
    Answer: Ganabhaban, the Prime Minister’s official residence, will be converted into the July Mass Uprising Memorial Museum.

Global Events

* Question: When was the China-Africa Summit held?
    Answer: The China-Africa Summit was held in Beijing.
This concludes the translation of the provided Bengali text into English. Please let me know if you have any other questions or requests.

Share:

2 thoughts on “Weekly Update Affairs 13 September 2024”

Leave a Comment

error: Content is protected !!